Logo
Logo
×

আইটি বিশ্ব

টেলিকম সেবায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি দাবি অ্যামটবের

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইন্টারনেটের ব্যবহারের ওপর তিন ধাপে বিদ্যমান ২১ দশমিক ৭৫ শতাংশ ভ্যাটসহ টেলিকম খাতে বিভিন্ন ট্যাক্স মওকুফের আবেদন করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব। তারা বলছেন, এত বেশি ভ্যাট-ট্যাক্স রেখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন অসম্ভব। ইন্টারনেট এবং মডেমের ওপর ভ্যাট-ট্যাক্স ছাড় দেয়া হলে তা গ্রাহকদের অল্প খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে বলে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডকে দেয়া বাজেট প্রস্তাবে বলেছে অ্যামটব।

২০১৮-১৯ অর্থবছরের বাজেটের ওপর এখনই যে প্রস্তাব সংগঠনটি দিয়েছে সেখানে আগের মতোই সিম ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়ার দাবিও জানিয়েছেন তারা। এখানে বলা হয়েছে, এ ১০০ টাকার ট্যাক্স তুলে নিলে সহজেই প্রান্তিক জনগণ যারা এখনও মোবাইলের সঙ্গে সংযুক্ত নয় তারা সংযোগ পেয়ে যাবেন এবং জাতীয় অর্থনীতিতে এটি বড় ভূমিকা রাখবে। এর আগে গত মাসে বেসিসের সফটএক্সপোর সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ইন্টারনেটের ওপর থেকে ভ্যাট তুলে নেয়ার বিষয়ে বিবেচনা করবেন বলে ইঙ্গিত দিয়ে গেছেন।

অ্যামটবের মহাসচিব টিআইএম নূরুল কবীর স্বাক্ষরিত প্রস্তাবে বলা হয়েছে, ইন্টারনেটের ব্যবহার ছাড়াও সিম ব্যবহার করে আরও অনেক সেবাই এখন দেয়া হয়ে থাকে। সেসব সেবার ওপরও একইভাবে ২১ দশমিক ৭৫ শতাংশ ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ রয়েছে যা তুলে নেয়ার দাবি জানিয়েছেন তারা।

অ্যামটবের প্রস্তাবে ই-কমার্সের প্রসারের জন্য সম্পূর্ণ একটি নির্দেশিকা জারি করতে এনবিআরকে অনুরোধ করা হয়েছে। সম্পূর্ণ নির্দেশনা না থাকায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা সেবা খাতটির ওপর অনেক সময়ই বাড়তি ট্যাক্স চাপিয়ে দিচ্ছেন বলে বলা হয়েছে।

বর্তমানে অপারেটররা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যে অর্থ খরচ করেন তার ওপর ১০ শতাংশ হারে ট্যাক্স দিতে হয়। অ্যাটমব এখানে মওকুফ চেয়েছে। একই সঙ্গে তারা বলছেন, ছাড় পেলে অপারেটররা সিএসআর খাতে আরও অনেক বেশি খরচ করতে পারবেন। এর বাইরে অ্যামটব ভ্যাটসহ শুল্ক আইনগুলোর বিভিন্ন ধারায়ও সংশোধনী চেয়েছেন। টেকশহর। -আইটি ডেস্ক

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম