২০০৪ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়া বাংলা উইকিপিডিয়া ১৫ বছর পদার্পণ করল। বাংলা উইকিপিডিয়ার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে উইকিপিডিয়া তত্ত্বাবধানকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে ঢাকা, রাজশাহী এবং সিলেটে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্থানীয় উইকিপিডিয়ানদের (উইকিপিডিয়া অবদানকারী) পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সক্রিয় উইকিপিডিয়া সম্পাদকরা নিজেদের নানা ধরনের কার্যক্রমের কথা তুলে ধরেন।
প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বিনা মূল্যে তথ্যসমৃদ্ধ একটি জ্ঞানভাণ্ডার তৈরির লক্ষ্যে ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে বাংলা উইকিপিডিয়া প্রতিষ্ঠিত হয়। সর্বমোট ২৯৩টি ভাষার উইকিপিডিয়ার মধ্যে বাংলা উইকিপিডিয়াই বাংলা ভাষায় লিখিত একমাত্র অনলাইন মুক্ত বিশ্বকোষ। যেখানে প্রায় ৬৪ হাজারের মতো বাংলা নিবন্ধ রয়েছে। গত বছর প্রায় ১৯ কোটি বার বাংলা উইকিপিডিয়া দেখা গেছে।