মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ‘ডিপার্টমেন্ট ডে ২০২৪’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইংরেজি বিভাগের ২১ বছর পূর্তি উপলক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হয়েছে ‘ডিপার্টমেন্ট ডে ২০২৪’। রোববার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে দিবসটি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ ও রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। ইংরেজি বিভাগের প্রধান আহমদ মাহবুব-উল-আলম এতে সভাপতিত্ব করেন। সংবাদ বিজ্ঞপ্তি।