মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন উদযাপন করল ইউসিবি
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪’ এর আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সমাবর্তন অনুষ্ঠানে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমাসহ (বিজনেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেওয় ইউসিবি। ইউসিবি’র মাধ্যমে এযাবৎ তিনটি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে। কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। বক্তৃতা করেন, প্রতিষ্ঠানের ডিরেক্টর ও বোর্ড সদস্য জারিফ মুনির, প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর অব এডুকেশন ম্যাথিউ কার্টার। সংবাদ বিজ্ঞপ্তি।