Logo
Logo
×

শিল্প বাণিজ্য

বিইউএফটি, ইউনিভার্সিটি অব গ্রোনিংজেন ও বিএই-এর মধ্যে যৌথ সহযোগিতামূলক প্রকল্প

Icon

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রোনিংজেন এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) যৌথভাবে বৃহস্পতিবার ঢাকার তুরাগের নিশাতনগরে বিইউএফটি-এর স্থায়ী ক্যাম্পাসে সার্কুলার টেক্সটাইল হ্যাকাথন নামে একটি উদ্ভাবন কর্মসূচি চালু করেছে। এই প্রকল্পটি ডাচ এজেন্সি ফর এন্টারপ্রেনারশিপের (আরভিও) সহযোগিতায় আরভিও অরেঞ্জ কর্নারের জন্য সার্কুলার টেক্সটাইল হ্যাকাথনের অংশ। এর লক্ষ্য হলো বাংলাদেশের টেক্সটাইল শিল্পের মধ্যে উদ্ভাবন এবং সার্কুলার ইকোনমি অনুশীলনের প্রচার করা। অনুষ্ঠানে বিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলাম অতিথি ছিলেন। অন্য অতিথিদের মধ্যে ছিলেন বিইউএফটি’র উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক টিটাস ভ্যান ডার স্পেক, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি জনাব কিম পোল্ডনার, বিএই’র প্রতিষ্ঠাতা এবং সিইও মোস্তাফিজ উদ্দিন, বিএই’র পার্টনারশিপ লিড খালিদ হোসেন, নেদারল্যান্ড দূতাবাসের বেসরকারি খাত উন্নয়ন অর্থনৈতিক বিষয়ের সিনিয়র নীতি উপদেষ্টা মিস তানজিলা তাজরীন, নেদারল্যান্ড দূতাবাসের ব্যবসায় উন্নয়নের নীতি উপদেষ্টা অশিম রহমান এবং বিইউএফটি’র ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুম বিল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম