মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ ইউজিসি’র
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মপরিকল্পনা প্রণয়নে দেশের উচ্চশিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে উন্নীত করা এবং মানসম্মত উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় গুণগতমান নিশ্চিতকরণের পরামর্শ দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। আগামী অর্থবছরের জন্য ইউজিসি’র এপিএ চুক্তির খসড়া কর্মপরিকল্পনা প্রণয়নে রোববার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তি।