‘ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ইউআইইউ
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অ্যাপোক্যালিপস’ টিম ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৩ প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন (গোল্ড উইনার) হয়েছে। প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড শুক্রবার নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০১৭ সালে প্রতিষ্ঠিত। যেটি অত্যাধুনিক ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। ইউআইইউ’র টিম অ্যাপোক্যালিপস প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোর পেয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়। টিম অ্যাপোক্যালিপস সদস্যরা হলেন ইউআইইউ’র কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আহমেদ, এসএম জিসানুল ইসলাম, সহিদ হোসেন মুস্তাকিম ও আদিবা তাসনিম আনাম। সংবাদ বিজ্ঞপ্তি।