মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের বিদায় সংবর্ধনা ও সেমিনার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের বিদায়ি ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও ‘উইমেন রাইটস ইন ইংলিশ লিটারেচার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু। সংবাদ বিজ্ঞপ্তি।