চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের ৭ম আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
‘আন্তর্জাতিক কনফারেন্সগুলো তরুণ গবেষকদের বিকশিত করার চমকপ্রদ প্ল্যাটফর্ম’-চুয়েট ভিসি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘৭ম যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স’ শেষ হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উক্ত কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্সের টেকনিক্যাল কো-চেয়ার যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন আহাম্মদ। সংবাদ বিজ্ঞপ্তি।