শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শিক্ষার উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথকে সুগম করতে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনে আধুনিক বান্দরবানের নেতৃত্বে আসবে তাই নিজেদের সেভাবেই তৈরি করতে হবে। বুধবার বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে পার্বত্য জেলার মেধাবী ৬৯৫ শিক্ষার্থীর মাঝে ২০২২-২৩ অর্থবছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তি।