ড্যাফোডিল অ্যালামনাই ওয়েলফেয়ার ও উদ্যোক্তা উন্নয়নের জন্য ১০ মিলিয়ন ডলার ক্রাউডফান্ডিংয়ের ঘোষণা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ড্যাফোডিল ফ্যামিলি চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল অ্যালামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনীতে বিশ্বব্যাপী ড্যাফোডিল অ্যালামনাইদের সমন্বিত অবদানের মাধ্যমে ১০ মিলিয়ন ডলারের একটি ক্রাউডফান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। যা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবাসিক ড্যাফোডিল অ্যালামনাইদের কল্যাণ, চাকরি নির্ধারণ এবং উদ্যোক্তা উন্নয়নে নিবেদিত হবে। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্যাফোডিল অ্যালামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনীতে তিনি এই ঘোষণা দেন। যেখানে অস্ট্রেলিয়াভিত্তিক ড্যাফোডিলের প্রাক্তন ছাত্রদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি ছিল। অনাবাসিক ড্যাফোডিল অ্যালামনাইরা এই তহবিলে সক্রিয়ভাবে অবদান রাখবে। পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের ১৫০ জন ড্যাফোডিলের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।