Logo
Logo
×

শিল্প বাণিজ্য

ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন তিন উপাচার্য

Icon

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির এক চিঠিতে রোববার স্বাক্ষর করেছেন সচিব ড. ফেরদৌস জামান। নতুন মনোনয়ন পাওয়া তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। ইউজিসির চিঠিতে উপাচার্যদের উদ্দেশ্যে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ অক্টোবর থেকে পরবর্তী ২ বছরের জন্য আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম