Logo
Logo
×

শিল্প বাণিজ্য

কৃষিতে ২০ শতাংশ বরাদ্দের দাবি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরে মোট বাজেটের ২০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবি জানিয়েছে কৃষি নিয়ে কাজ করা জাতীয় পর্যায়ের ১২টি কৃষক সংগঠন। এ সময় বাজেটে কৃষির জন্য প্রস্তাবিত বরাদ্দকে কৃষি ও কৃষকের বর্তমান সংকট মোকাবেলায় অপর্যাপ্ত বলে অভিহিত করে হতাশা ব্যক্ত করেছেন তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে এ দাবি জানানো হয়। ‘৪৬ শতাংশ শ্রমশক্তির জন্য বাজেটের ২ দশমিক ৯৯ শতাংশ বরাদ্দ অপ্রতুল : কৃষকের সাম্প্রতিক সংকট মোকাবেলায় বাজেটে কার্যকর বরাদ্দ আবশ্যক’ শীর্ষক এই সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে উপকূলীয় কৃষক সংস্থা, বাংলাদেশ মৎস্য শ্রমিক জোট, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন, জাতীয় কিষাণী শ্রমিক সংস্থা, বাংলাদেশ আদিবাসী সমিতি, হাওর কৃষক ও মৎস্যশ্রমিক জোট, লেবার রিসোর্স সেন্টার, নলছিড়া পানি উন্নয়ন সমিতি, দিঘন সিআইজি, কেন্দ্রীয় কৃষক মৈত্রী, বাংলাদেশ ফার্মার্স ফোরাম ও কোস্ট ট্রাস্ট।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে বাংলাদেশ ফার্মার্স ফোরামের সচিবালয় সমন্বয়কারী মো. মজিবুল হক মনির বলেন, বাজেটে অর্থ বরাদ্দ দেয়ার সময় কৃষিকে আসলে সেভাবে গুরুত্ব দেয়া হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম