Logo
Logo
×

প্রথম পাতা

দুবাইতে গাড়ি বিস্ফোরণ

দোহার ও নবাবগঞ্জের পাঁচজন নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, দোহার-নবাবগঞ্জ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দোহার ও নবাবগঞ্জের পাঁচজন নিহত

দুবাইতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচজন নিহত হয়েছেন। তারা দুবাইয়ের আজমান প্রদেশে থাকতেন। রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজারের একজন রয়েছেন। সকালে তারা পাঁচজন একই গাড়িতে যাওয়ার পথে গাড়িটি বিস্ফোরিত হয়। নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন দুবাইতে অবস্থানরত এ এলাকার প্রবাসীরা বিষয়টি জানিয়েছেন।

নিহতরা হলেন-নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা, আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ, শেখ ইরশাদের ছেলে মো. রাজু, শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম ও দোহার বাজারের মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া। তারা একই জায়গায় কাজ করতেন। দুবাই সময় সকাল সাড়ে ৭টায় কাজের উদ্দেশে বের হয়ে শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিলেন। এ সময় সড়কে গাড়িটি বিস্ফোরিত হয়। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গ্রামের বাড়িতে স্বজনরা ঘটনাটি জানতে পারেন। দুবাই প্রবাসী লিটন হোসেন ছুটিতে দেশে এসেছেন। তিনি বলেন-একই জায়গায় তারা থাকতেন। এ খবর শুনে তিনি খুবই মর্মাহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম