Logo
Logo
×

প্রথম পাতা

মহাসমাবেশ ঘিরে ব্যাপক ধরপাকড় তল্লাশি

২৪ ঘণ্টায় খোকনসহ ৩৩০ জন গ্রেফতারের দাবি বিএনপির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মহাসমাবেশ ঘিরে ব্যাপক ধরপাকড় তল্লাশি

রাজধানীতে কাল বিএনপির মহাসমাবেশ। এটি সামনে রেখে ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।

এছাড়া অনেক নেতাকর্মীর বাড়ি বাড়ি পুলিশি অভিযানের অভিযোগও করেছেন স্থানীয় নেতারা। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার ও সাভার হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি শুরু করেছে ঢাকা জেলা পুলিশ ও র‌্যাব।

বৃহস্পতিবার রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৩৩০ জনের অধিক নেতাকর্মীকে। মিথ্যা মামলা হয়েছে ১৬টি। গত তিন দিনে গ্রেফতার করা হয়েছে প্রায় ১২০০ নেতাকর্মীকে। রাতে টার্গেট করে নেতাকর্মীদের বাসায় গিয়ে গ্রেফতার করছে, তল্লাশি করার নামে পরিবারের সদস্যদের হয়রানি করছে।

রিজভী বলেন, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকনকে বুধবার সিপাহীবাগে তার ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য মেহেদী হাসান সাকবরকে গভীর রাতে গ্রেফতার করার পর পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, সদস্য জামাল মন্ডল ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য তাজুল ইসলামকেও বুধবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। সারা দেশে গ্রেফতার নেতাকর্মীদের তথ্য তুলে ধরেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আকতার হোসেন, সদস্য আবুল হোসেন আব্দুল, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী মো. ফজলুল হক, শাহআলী থানা বিএনপির সদস্য আব্দুল মালেক মাস্টার, বিএনপি কর্মী কামাল, যুবদল কর্মী রাব্বি হোসেন, মিরপুর থানা বিএনপির সদস্য আকরাম হোসেন, শাহ আলী থানা বিএনপি নেতা আজমল হোসেন সম্রাট, কল্যাণপুর পোড়া বস্তি ইউনিট বিএনপি কর্মী জসিম (প্রতিবন্ধী), দারুসসালাম থানার ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের মনজিল হোসেন, মো. আলী, ১০নং ওয়ার্ড বিএনপি কর্মী মো. জাহাঙ্গীর, ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. ইসহাক, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মো. মিজান, মিরপুর থানা বিএনপির সদস্য মোল্লা মো. মহিউদ্দীন, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা কালাম, স্বেচ্ছাসেবক দলের কর্মী গিয়াস উদ্দীন, মহিন, মোবারক, মো. সোহাগ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রহমান রনি, মিরপুর থানা মৎস্যজীবী দলের সদস্য নবীর হোসেন, মহিউদ্দীন দয়াল, মিরপুর থানা মৎস্যজীবী দলের সদস্য গিয়াস উদ্দিন, আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ।

ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বংশাল থানার ৩৩নং ওয়ার্ড বিএনপির সদস্য আরিফ হাসান, ওয়ারী থানাধীন ৩৯নং ওয়ার্ড বিএনপি নেতা জনিকে গ্রেফতার করে পুলিশ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির দপ্তর সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত গ্রেফতার করা হয় অন্তত ৭০ নেতাকর্মীকে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মোট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন যুগান্তরকে বলেন, হয়রানির মনোভাব নিয়ে পুলিশ কাউকে গ্রেফতার করছে না। যাদের নামে মামলা, ওয়ারেন্ট এবং সুনির্দিষ্ট অভিযোগ আছে, শুধু তাদেরই গ্রেফতার করা হচ্ছে।

ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

পাবনা : পাবনায় বিএনপির ৬৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ঢাকায় আমাদের মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে এই গ্রেফতার অভিযান চলছে।

খুলনা : খুলনায় বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মহানগরী থেকে বিএনপির ৩৬ জন, জামায়াতের ৫ জন এবং জেলা থেকে বিএনপির ৮ জনকে আটক করা হয়েছে।

টঙ্গী পূর্ব (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীতে প্রস্তুতি সভা ও দোয়ার আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকালে দত্তপাড়া এলাকায় বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের বাসভবনে এ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন সেখান থেকে গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় সেখান থেকে টঙ্গী পূর্ব থানার বিএনপি সাবেক সভাপতি শরাফত হোসেনসহ অঙ্গ সংগঠনের ৫০ জনকে পুলিশ আটক করেছে।

রাজশাহী ও বাগমারা : রাজশাহীর বাগমারা থেকে বিএনপি-জামায়াতের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নওগাঁ : নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন বলেন, মহাসমাবেশকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য পুলিশ ধরপাকড় শুরু করেছে।

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর : ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, স্বাভাবিক দিনের মতো পুলিশ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেছে।

দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে বুধবার রাতে বিএনপি-জামায়াতের ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৪ জন, চিরিরবন্দর উপজেলায় ২ জন, কাহারোল উপজেলায় ২ জন ও ঘোড়াঘাট উপজেলায় ৫ জন রয়েছেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে সাতজন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে পুরোনো ‘গায়েবি’ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধায় বুধবার রাতে বিএনপি জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।

সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ায় বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

নেত্রকোনা : বিএনপির দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম