৩ বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে সৃষ্ট বন্যার কারণে স্থগিত এইচএসসি, আলিম ও অন্য সমমানের পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ২৮ আগস্ট থেকে পূর্বে নির্ধারিত সব পরীক্ষা যথারীতি চলবে। আর ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলো স্বাভাবিক রুটিনের পরে নেওয়া হবে। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বোর্ড : এ বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্রের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর নেওয়া হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে।
মাদ্রাসা বোর্ড : মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কারিগরি শিক্ষা বোর্ড : এ বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, তাদের মোট ৫ শাখার পরীক্ষা আছে। এর মধ্যে একটি হচ্ছে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা। বাকিগুলো এইচএসসি সমমানের। এর মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির এইচএসসি বিএম/বিএমটির ১৭ আগস্টের পরীক্ষা ১৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ২২ আগস্টের পরীক্ষা ২১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্টের পরীক্ষা ২৪ সেপ্টেম্বর নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে নিতে হবে। ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার ৩ দিনের মধ্যে শিল্পপ্রতিষ্ঠানে ৪ সপ্তাহের বাস্তব প্রশিক্ষণ নিতে হবে।
অন্যদিকে ডিপ্লোমা ইন কমার্সের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে। ইতোপূর্বে ১৭, ২০, ২২ ও ২৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এগুলো এখন ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর নেওয়া হবে। এসব পরীক্ষার্থীর ১৫ সেপ্টেম্বর থেকে ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মধ্যে শিল্পপ্রতিষ্ঠানে চার সপ্তাহের বাস্তব প্রশিক্ষণ শুরু হবে।
এইচএসসি (ভোকেশনাল) একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নির্ধারিত ছিল ১৭, ২০, ২২ ও ২৪ আগস্ট। এগুলো এখন নেওয়া হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর থেকে ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার ৩ দিনের মধ্যে শিল্প প্রতিষ্ঠানে চার সপ্তাহের বাস্তব প্রশিক্ষণ শুরু হবে।