কংগ্রেসম্যান গুডের বিবৃতি
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মার্কিন কংগ্রেসম্যান বব গুড বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা এবং অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের রিপাবলিকান কংগ্রেসম্যান।
শুক্রবার বব গুডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকার প্রায় এক বছর আগে র্যাবকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে অভিহিত করেছে। মানবাধিকার লংঘনের দায়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা দেওয়ার পরও সরকার দমন-পীড়ন অব্যাহত রেখেছে।
বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার সরকার চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থের জন্য ক্ষতিকর। ২৫ মে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এক চিঠিতে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান শেখ হাসিনা সরকারের কড়া সমালোচনা করেছিলেন। এসব কংগ্রেসম্যান হলেন-স্কট প্যারি, ব্যারি মুর, টিম বার্চেট, ওয়ারেন ডেভিডসন এবং কেইথ সেলফ। বব গুড মূলত ওই বিবৃতির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি ভিসানীতি ঘোষণা করেছে। এই নীতি মোতাবেক কেউ বাংলাদেশে নির্বাচনি প্রক্রিয়ায় বাধা দিলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেবে না। গত ২৪ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই নীতি ঘোষণা করার পরের দিন কংগ্রেসম্যানরা বিবৃতি দিয়েছেন। শুক্রবার বব গুড এই বিবৃতিতে সেই কংগ্রেসম্যানদের সঙ্গে যোগ দিলেন।