
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম
ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ল
খাদ্যে ভেজাল দিলে ৫ বছরের জেল * অধিক মুনাফার আশায় মজুত করলে যাবজ্জীবন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি
আরও পড়ুন
ঈদুল ফিতরে সরকারি ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সব সরকারি অফিস ছুটি থাকবে। ফলে ঈদের ছুটি একদিন বাড়ল। এটি সরকারের ঈদ উপহার। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, ১৯ এপ্রিল বুধবার শবেকদরের ছুটি। ২০ এপ্রিল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি হলো পাঁচ দিন। তাই এখন ঈদুল ফিতরের ছুটি দাঁড়াবে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। রমজান মাস ৩০ দিনে হলে ছুটি আরও একদিন বাড়বে। সে ক্ষেত্রে ২৪ এপ্রিল সব সরকারি অফিস বন্ধ থাকবে।
এদিকে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণনে আইন ভঙ্গ করলে বা অনিয়ম করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেবে সরকার। ভেজাল খাদ্যদ্রব্য সরবরাহ করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অবৈধ মজুত করলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এরকম বিধান রেখে নতুন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনে বাজারে অনিরাপদ বা ভেজাল খাদ্যদ্রব্য সরবরাহ করলে দুই বছর থেকে অনূর্ধ্ব পাঁচ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এই আইন কেউ লঙ্ঘন করলে তার শাস্তি হবে ভ্রাম্যমাণ এবং নিরাপদ খাদ্য আদালতে। অধিক মুনাফার আশায় খাদ্য মজুত করলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। তিনি বলেন, খাদ্যদ্রব্যে অস্বাভাবিক কোনো কিছু মেশানো, কৃত্রিম সংকটের জন্য মজুত করা, বিক্রয়ের ক্ষেত্রে কম দেওয়া হলে সব অপরাধের জন্য একই রকম শাস্তি দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এর আগে গত বছর ১৯ এপ্রিল এ আইনটি মন্ত্রিসভায় উত্থাপন করলে নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এ আইনের খসড়াটি আগের দুটি আইনের সঙ্গে সমন্বয় করে তৈরি করা হয়েছে। আইনে ২০টি ধারা রয়েছে।
এছাড়াও আইনে দানাদার খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়ম করলে বিভিন্ন মেয়াদে শাস্তির বিধানের কথা বলা হয়েছে। সচিব জানান, দানাদার খাদ্যদ্রব্য বলতে ধান, চাল, গম, ভুট্টাকে বোঝানো হয়েছে। উৎপাদিত এসব খাদ্যদ্রব্যকে ভিন্ন নাম দিয়ে বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ড প্রদান করা যাবে। কোনো ব্যক্তি খাদ্যদ্রব্যের বিতরণ সংক্রান্ত ভুল তথ্য দিলে তাকে দুই বছর কারাদণ্ড দেওয়া যাবে।
দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে হচ্ছে ডেইরি উন্নয়ন বোর্ড : মানসম্মত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে ‘ডেইরি উন্নয়ন বোর্ড’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডেইরি খাতকে সাপোর্ট দেওয়া এবং মানসম্মত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন-২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ডেইরি পণ্যের ব্যবসা করতে হলে এখানে (ডেইরি উন্নয়ন বোর্ড) নিবন্ধন নিতে হবে। নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না। এমন বিধান আইনে রাখা হয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্যে যারা দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করবেন তাদের সবাইকে এই বোর্ডের আওতায় আসতে হবে বলেও জানান তিনি।
সচিব আরও জানান, এই বোর্ডের একটা পরিচালনা পর্ষদ থাকবে। প্রধান নির্বাহী থাকবেন। নিজস্ব তহবিল থাকবে। বোর্ডের চেয়ারম্যান হবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। আর পরিচালনা পর্ষদের সদস্য থাকবেন ১৯ জন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
ইরাক যেতে ভিসা লাগবে না সরকারি কর্মকর্তাদের : বাংলাদেশ ও ইরাকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমইউ) স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর ফলে কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ইরাকে যেতে ভিসা লাগবে না। মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।