Logo
Logo
×

প্রথম পাতা

চিকিৎসায় নোবেল পেলেন প্যাবো

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চিকিৎসায় নোবেল পেলেন প্যাবো

মানব বিবর্তন ও আদিম মানুষের জিনোম উদঘাটনে যুগান্তকরী গবেষণার জন্য এ বছর চিকিৎসায় নোবেল জিতলেন সুইডিশ বিজ্ঞানী সান্তে প্যাবো। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার সংবাদ সম্মেলনে এবারের বিজয়ী হিসাবে তার নাম ঘোষণা করে। পুরস্কারের অর্থমূল্য বাবদ সান্তে প্যাবো পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ ডলার)।

নোবেল জিতে অভিভূত প্যাবো। সংবাদ সম্মেলনে নাম ঘোষণার আগে টেলিফোনে প্যাবোকে নোবেল জয়ের তথ্য জানান নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান। টেলিফোনে প্যাবোর প্রতিক্রিয়ার ব্যাপারে থমাস বলেন, তিনি (প্যাবো) খুশিতে আত্মহারা। তিনি বাকরুদ্ধ। তিনি জানতে চেয়েছিলেন, পুরস্কার জয়ের এই তথ্য অন্য কাউকে বলতে পারবেন কি না। এমনকি তার স্ত্রীকে জানাতে পারবেন কি না। আমি বলেছি, ঠিক আছে। জানাতে পারবেন। তিনি এই পুরস্কার পেয়ে অবিশ্বাস্য রকমের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নোবেল কমিটি জানায়, প্যাবোর গবেষণার ফলে বর্তমান সময়ের মানুষকে বিলুপ্ত হোমিনিন থেকে আলাদা করার জেনেটিক উপাদান পাওয়া যায়। এছাড়া তার আবিষ্কারগুলোর মাধ্যমে আমরা বুঝতে সক্ষম হয়েছি কোন বিষয়টি আমাদের অনন্যভাবে মানুষ করে তোলে।

প্যাবোর গবেষণার মধ্যে ছিল বর্তমান সময়ের মানুষের বিলুপ্ত বংশধর নিয়ান্ডারথালের জিনোম সিকোয়েন্স করা। করোনাভাইরাস মহামারিতে নিয়ান্ডারথাল গোত্রের সদস্যরা সংক্রমণের উচ্চ-ঝুঁকিতে রয়েছেন বলে ২০২০ সালে এক গবেষণায় জানিয়েছিলেন প্যাবো। এর আগে তিনি বিলুপ্ত হোমিনিনের ব্যাপারেও চাঞ্চল্যকর আবিষ্কার করেছিলেন। প্রায় ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে অভিবাসনের পর এই বিলুপ্ত হোমিনিন কীভাবে হোমো সেপিয়েন্সের মাঝে জিন স্থানান্তর করেছে প্যাবো তার গবেষণায় সেটি দেখিয়েছেন।

গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেন। সূর্যের উষ্ণতা কিংবা প্রিয়জনের স্পর্শ মানবদেহ কীভাবে অনুভব করে, তার গবেষণায় এই গবেষকরা আবিষ্কার করেছেন তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর।

চিকিৎসায় নোবেলের মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শুরু হলো। আজ পদার্থবিদ্যা, আগামীকাল রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষ ১০ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে পুরস্কার বিজয়ীর নাম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম