Logo
Logo
×

প্রথম পাতা

আ.লীগের কেন্দ্রীয় কমিটি

চার শূন্যপদ পেতে চেষ্টা অনেকের

Icon

আবদুল্লাহ আল মামুন

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার শূন্যপদ পেতে চেষ্টা অনেকের

ফাইল ছবি

আগামী জাতীয় সম্মেলনের আগেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শূন্য পদ পূরণ করা হবে। কার্যনির্বাহী সংসদের শূন্য চার সদস্যপদে পরীক্ষিত নেতাদের দেখা যেতে পারে-দলটির শীর্ষ পর্যায় থেকে এমন আভাস পাওয়া গেছে। তবে জাতীয় সম্মেলনের আগে এই পদগুলো পেতে চেষ্টায় রয়েছেন অনেকে।

এদিকে কেন্দ্রীয় কমিটিতে কারা আসছেন? এমন প্রশ্ন এখন দলের ভেতর ও বাইরের নেতাদের মধ্যে। সর্বশেষ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আওয়ামী লীগের দুঃসময়ের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে বেছে নেওয়া হয়। তাদের সঙ্গে আসেন জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের সন্তান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।

এ বছর ডিসেম্বরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ইতোমধ্যে জাতীয় সম্মেলনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে আওয়ামী লীগ। শূন্যপদে জায়গা হলে পরবর্তী কমিটিতে থাকার সম্ভাবনা রয়েছে মনে করেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলটির নেতারা।

সর্বশেষ ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে ৮১ সদস্যের কমিটির কয়েকজনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সংখ্যা অনুমোদন হয় ২৮ জনের। কাউন্সিলের দিন কমিটি ঘোষণা হলেও বেশ কয়েকটি সদস্যপদ শূন্য ছিল। জাতীয় সম্মেলনের পর গঠিত কমিটিতে ৩টি কার্যনির্বাহী সদস্যপদ ফাঁকা ছিল। পরবর্তী সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়। এর কিছুদিন পর আজিজুস সামাদ ডন ও সৈয়দ আব্দুল আউয়াল শামীমকে কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়।

গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা যান আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দুই সদস্য। তারা হলেন পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে পদোন্নতি দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। এতে কার্যনির্বাহী সংসদের আরও দুটি সদস্যপদ শূন্য হয়। বর্তমানে দলটির ৪টি কার্যনির্বাহী সদস্যপদ শূন্য রয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগান্তরকে বলেন, ‘সভানেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে প্রেসিডিয়ামের শূন্যপদ পূরণ করেছেন। অন্য যে শূন্যপদ রয়েছে, তা অচিরেই পূরণ করবেন।’

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুর রহমান যুগান্তরকে বলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শূন্যপদ পূরণের জন্য একক ক্ষমতা রয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। তিনি যখন মনে করবেন তখন শূন্যপদে নেতা নির্বাচন করতে পারবেন। বিষয়টি তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, দলের নীতিনির্ধারণী পর্যায়ে কেন্দ্রীয় কমিটির শূন্যপদ পূরণের বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে সংগ্রহ করা হচ্ছে সহযোগী সংগঠনগুলোর সাবেক একাধিক নেতার তথ্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম