অতিরিক্ত সচিব হলেন ৯২ কর্মকর্তা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ৯২ জন যুগ্মসচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কর্মকর্তারা অতিরিক্ত সচিব হয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে ৮৯ জন কর্মকর্তাকে এবং লিয়েনে থাকা আরও তিনজনকে পদোন্নতি দেওয়া হয়। প্রশাসনের ১৩তম ব্যাচকে মূল ধরে দ্বিতীয়বারের মতো এই পদোন্নতি দেওয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়া বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও তিন কর্মকর্তাও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সবমিলিয়ে যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন ৯২ জন কর্মকর্তা। নতুন পদোন্নতির পর প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৫০৭ জন। রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পদোন্নতিপ্রাপ্তদের পদায়নের প্রজ্ঞাপন জারি হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ব্যাপক যাচাই-বাছাই করা হয়েছে। শেষ মুহূর্তেও চুলচেরা বিশ্লেষণ করা হয়। প্রথম দফায় পদোন্নতির ফাইল চূড়ান্ত হলেও শীর্ষ পর্যায়ের নির্দেশনায় সেটার আরও পরিবর্তন হয়। আর তা করতে গিয়ে বিশেষ এসএসবি বৈঠকও হয়।
পদোন্নতি পাওয়া ৮৯ জনের মধ্যে ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের আছেন মোট ৪৫ জন। এর মধ্যে একজন সৌদি আরবে কর্মরত আছেন। তার জন্য পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের ৫ জন ও ১১তম ব্যাচের ১০ জন এবং ইকোনমিক ক্যাডারসহ অন্যান্য ক্যাডারের মোট পদোন্নতি পেয়েছেন ২৯ জন। পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের ইমেইল করে নতুন পদে যোগদানপত্র পাঠাতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অতিরিক্ত সচিব পদে নিয়মিত পদের চেয়ে প্রায় চারগুণ বেশি কর্মকর্তা এখন কাজ করছেন। নতুন পদোন্নতিপ্রাপ্তদের নিয়ে সেই সংখ্যা পাঁচগুণের কাছাকাছি। তাই বেশির ভাগ কর্মকর্তাকে বিদ্যমান পদেই ইনসিটু হিসাবে কাজ করতে হবে।
উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা অনুযায়ী, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নিতে হয়।
যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ারা হলেন-রেজাউল হায়দার (৪১৭১), মিজানুর রহমান (৫৪৬১), ড. মো. খালেদ হোসেন (৫৫৩৪), আব্বাছ উদ্দিন (৫৫৫০), ড. মো. মনিরুজ্জামান (৫৫৮১), এটিএম মোস্তফা কামাল (৫৬৪৮), মো. অলিউল্লাহ (৫৬৬৬), মোহাম্মদ মাহাবুব শাহীন (৫৬৭৩), শাহরিয়ার কাদের ছিদ্দিকী (৫৬৮৩), নিজাম উদ্দিন (৫৭০৩), এএইচএম গোলাম কিবরিয়া (৫৭৩৩), সাইফুল্লাহ পান্না (৫৭৩৬), খান মো. নূরুল আমীন (৫৭৫০), মুহিবুজ্জামান (৫৭৭২), নুরুল আলম (৫৭৮১), মতিউল ইসলাম (৫৮৮৯), নবীরুল ইসলাম (৫৯১২), একেএম শামীম আক্তার (৫৯০৮), এসএম হামিদুল হক (৫৯১১), ড. মলয় চৌধুরী (৫৯২১), সঞ্জয় কুমার ভৌমিক (৫৯২২), জাহাঙ্গীর হোসেন (৫৯২৩), নজরুল ইসলাম (৫৯২৭), জহুরুল হক (৫৯৩১), আমিন উল আহসান (৫৯৬৫), আমিনুল ইসলাম (৫৯৬৯), একেএম মাসুদুজ্জামান (৫৯৭৩), লিপিকা ভদ্র (৬০২৫), ফারুক আহম্মেদ (৬০৫৭), এসএম ফেরদৌস আলম (৬০৫৮), মো. শাহাবুদ্দিন খান (৬০৬০), আবু বকর সিদ্দিক (৬০৬১), সুলেখা রানী বসু (৬০৬২), মুনিম হাসান (৬০৬৬), এসএম আলম (৬০৬৭), সাঈদ মাহমুদ বেলাল হায়দার (৬০৭৭), খালেদ মামুন চৌধুরী (৬০৭৯), খোরশেদা ইয়াসমীন এনডিসি (৬০৮০), মাহবুবা পান্না (৬০৮২), কেয়া খান (৬০৮৩), সাইফুল্লাহিল আজম (৬০৮৬), বিধায়ক রায় চৌধুরী (৬০৮৮), মতিয়ার রহমান (৬০৯০), ড. মুহাম্মদ মোশাররফ হোসেন (৬০৯১), সাজেদুল ইসলাম (৬০৯২), দিলীপ কুমার বণিক (৬০৯৭), আজিজুল ইসলাম (৬১০০), মমতাজ উদ্দিন (৬১০১), জাকিয়া খানম (৬১০২), জিল্লুর রহমান চৌধুরী (৬১০৩), শাহ্ নেওয়াজ তালুকদার (৬১০৪), আব্দুস সবুর মন্ডল (৬১০৬), শাকিলা জেরিন আহমেদ (৬১০৭), হাসনা জাহান খানম (৬১০৯), জাকির হোসেন (৬১১০), মইনুল হক আনছারী (৬১১৩), আবু তাহের মুহাম্মদ জাবের (৬১১৪), মোসাম্মৎ শাহানারা খাতুন (৬১১৭), আছমা আক্তার জাহান (৬১১৯), মোস্তাফিজুর রহমান (২০১৯৮), রেজাউল করিম (২০২০০), ছায়েদুজ্জামান (২০২০১), ফরিদ আজিজ (২০২০২), মো. নজিব (২০২০৬), ফয়জুল ইসলাম (২০২০৭), ইসরাত জাহান তসলিম (২০২১০), রবীন্দ্রনাথ বর্মণ (২০২১৩), হুমায়ুন কবীর (২০২১৪), আমজাদ হোসেন (২০২১৬), আবু ইউসুফ মিয়া (২০২১৭), নজরুল ইসলাম (২০২২২), শিখা সরকার (৭৭১৩), আ. খালেক মল্লিক (৭৭১৪), মনছুরুল আলম (২০২২৭), আবু জাফর মো. ফরিদ উদ্দিন চৌধুরী (২০২২৮), সাজিদা খাতুন (২০২২৯), আ.ন.ম আজিজুল হক (২০২৩০), ড. মো. সিরাজুল ইসলাম (৭৪৯৬), শাহ আলম (৭৫০২), খায়রুল আলম (৭৫৮৩), জাহাংগীর হোসেন (৭৫০৯), নূর মো. মাহবুবুল হক (৭৬৯১), শওকত আলী (৭৫৪৯), অসীম কুমার দে (৭৪৫৯), তাহমিদ হাসনাত খান (৭৬৩২), এএসএম মঞ্জুরুল কাদের (৭৫৬৫), সৈয়দ এমদাদুল হক (৭৬৬০), ড. ফরিদ উদ্দিন আহমেদ (৬০৬৫), মুর্শীদুল হক খান (৭৫৮২)।