
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম
কাউন্সিলর পদেও আ’লীগ প্রার্থীদের জয়জয়কার

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদেও বেশির ভাগ ওয়ার্ডে বেসরকারিভাবে জয় পেয়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত নারী কাউন্সিলর ১৮টি। দক্ষিণে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত নারী কাউন্সিলর ২৫টি। এর মধ্যে রাত দেড়টা পর্যন্ত সব সাধারণ ওয়ার্ডের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিজয়ী প্রার্থীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পরিচয়প্রাপ্তদের মধ্যে দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন ৪৯টিতে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন ৫টিতে। বিএনপি সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন ৪টিতে। স্বতন্ত্র জিতেছেন ৩টিতে।
উত্তরে সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন ২৯টিতে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন ৪টিতে। বিএনপি সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন ১টিতে। স্বতন্ত্র জিতেছেন ১টিতে। বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন-
ঢাকা দক্ষিণ : ১ নম্বর ওয়ার্ড, আওয়ামী লীগ সমর্থিত খিলগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। ২. আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান সরকার। ৩. ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান কাউন্সিলর মাকসুদ হোসেন মহসীন।
৪. ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। ৫. সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস।
৬. ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বর্তমান কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম। ৭. শামসুল হুদা কাজল। ৮. মো. সুলতান মিয়া। ৯. মোজাম্মেল হক। ১০. মারুফ আহমেদ মনসুর।
১১. বিএনপির মির্জা আসলাম আসিফ। ১২. আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদ শুভ্র। ১৩. আওয়ামী লীগের এনামুল হক আবুল। ১৪. ইলিয়াছুর রহমান। ১৫. রফিকুল ইসলাম বাবলা।
১৬. আওয়ামী লীগের নাজমুল ইসলাম। ১৭. মাহবুবুর রহমান। ১৮. ফেরদৌস আলম। ১৯. আবুল বাশার। ২০. আওয়ামী লীগের ফরিদ উদ্দীন আহমেদ রতন।
২১. আওয়ামী লীগের মো. আসাদুজ্জামান। ২২. আওয়ামী লীগের জিন্নাত আলী। ২৩. আওয়ামী লীগের মো. মকবুল হোসেন। ২৪. আওয়ামী লীগের মোকাদ্দেছ হোসেন জাহিদ। ২৫. আওয়ামী লীগের মো. আনোয়ার ইকবাল।
২৬. আওয়ামী লীগের হাসিবুর রহমান মানিক। ২৭. আওয়ামী লীগের ওমর বিন আবদুল আজিজ। ২৮. আওয়ামী লীগের বিদ্রোহী কামাল উদ্দীন কাবুল। ২৯. আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম। ৩০. আওয়ামী লীগের বিদ্রোহী ইরফান সেলিম।
৩১. আওয়ামী লীগের জুবায়ের আদেল। ৩২. আওয়ামী লীগের আবদুল মান্নান। ৩৩. আওয়ামী লীগের আওয়াল হোসেন। ৩৪. আওয়ামী লীগের মোহাম্মদ মামুন। ৩৫. আওয়ামী লীগের মো. আবু সাঈদ।
৩৬. আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর রঞ্জন বিশ্বাস। ৩৭. আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর মো. আবদুর রহমান মিয়াজী। ৩৮. বর্তমান কাউন্সিলর আবু আহমেদ মন্নাফীর ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ইমতিয়াজ মন্নাফী (গৌরব)। ৩৯. আওয়ামী সমর্থিত রোকন উদ্দিন আহমেদ। ৪০. আওয়ামী লীগের আবুল কালাম আজাদ।
৪১. আওয়ামী লীগের সারওয়ার হাসান। ৪২. আওয়ামী লীগের মো. সেলিম। ৪৩. আওয়ামী লীগের মো. আরিফ হোসেন। ৪৪. আওয়ামী লীগের মো. নিজাম উদ্দিন। ৪৫. সামসুজ্জোহা।
৪৬. আওয়ামী লীগের মো. শহিদ উল্লাহ। ৪৭. শাহানা আক্তার। ৪৮. ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান কাউন্সিলর আবুল কালাম অনু। ৪৯. বিএনপি সমর্থিত বাদল সর্দার। ৫০. আওয়ামী লীগ সমর্থিত মাসুম মোল্লা।
৫১. আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু। ৫২. মো. রুহুল আমিন। ৫৩. মীর হোসেন মিরু। ৫৪. আওয়ামী লীগের মোহাম্মদ মাসুদ। ৫৫. আওয়ামী লীগের মো. নুরে আলম।
৫৬. আওয়ামী লীগের মোহাম্মদ হোসেন। ৫৭. আওয়ামী লীগের মো. সাইদুল ইসলাম। ৫৮. আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর সফিকুর রহমান (সাইজুল)। ৫৯. কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। ৬০. স্বতন্ত্র প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. আনোয়ার হোসেন মজুমদার।
৬১. বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর দনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান, কদমতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জুম্মন মিয়া। ৬২. দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমেদ। ৬৩. আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর মো. সফিকুল ইসলাম খান দিলু। ৬৪. আওয়ামী সমর্থিত প্রার্থী ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ভাই মাসুদুর রহমান মোল্লা বাবুল। ৬৫. আওয়ামী সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু।
৬৬. স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আবদুল মতিন সাউদ। ৬৭. স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো. ইবরাহীম। ৬৮. আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর ও ৬৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিন। ৬৯. আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ডেমরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদ। ৭০. ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান।
৭১. আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, বর্তমান কাউন্সিলর ও মান্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খাইরুজ্জামান। ৭২. মান্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান কাউন্সিলর শফিকুল আলম শামীম। ৭৩. দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম। ৭৪. আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আজিজুল হক।
৭৫. বিএনপি সমর্থিত প্রার্থী নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাসিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর হোসেন।
ঢাকা উত্তর : ১. আফছার উদ্দিন খান। ২. বিএনপি সমর্থিত সাজ্জাদ হোসেন। ৩. আওয়ামী লীগের বিদ্রোহী কাজী জহিরুল ইসলাম মানিক। ৪. আওয়ামী লীগ সমর্থিত জামাল মোস্তফা। ৫. আওয়ামী লীগ সমর্থিত আবদুর রউফ নান্নু। ৬. আওয়ামী লীগের বিদ্রোহী তাইজুল ইসলাম বাপ্পি। ৭. আওয়ামী লীগ সমর্থিত তফাজ্জল হোসেন টেনু। ৮. আওয়ামী লীগ সমর্থিত আবুল কাশেম মোল্লা। ০৯. আওয়ামী লীগ সমর্থিত মুজিব সারোয়ার মাসুম। ১০. আওয়ামী লীগ সমর্থিত আবু তাহের।
১১. আওয়ামী লীগ সমর্থিত দেওয়ান আবদুল মান্নান। ১২. আওয়ামী লীগ সমর্থিত মুরাদ হোসেন। ১৩. ইসমাইল মোল্লা। ১৪. আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন রশিদ জনি। ১৫. আওয়ামী লীগ সমর্থিত সালেক মোল্লা।
১৬. আওয়ামী লীগ সমর্থিত মতিউর রহমান। ১৭. আওয়ামী লীগের মো. ইসহাক মিয়া। ১৮. আওয়ামী লীগের প্রার্থী বর্তমান কাউন্সিলর জাকির হোসেন বাবুল। ১৯. আওয়ামী লীগের মফিজুর রহমান। ২০. মো. নাসির।
২১. আওয়ামী লীগের মাসুম গনি। ২২. লিয়াকত আলী। ২৩. শাখাওয়াত হোসেন। ২৪. আওয়ামী লীগের মো. সফিউল্লা। ২৫. আওয়ামী লীগের আবদুল্লাহ আল মঞ্জুর।
২৬. আওয়ামী লীগের শামীম হাসান। ২৭. আওয়ামী লীগের ফরিদুর রহমান খান। ২৮. আওয়ামী লীগের ফোরকান হোসেন। ২৯. সলিম উল্লাহ সলু। ৩০. আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর আবুল হাসেম হাসু।
৩১. জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু। ৩২. সৈয়দ হাসান নূর। ৩৩. আসিফ আহমেদ। ৩৪. শেখ মোহাম্মদ হোসেন। ৩৫. মোক্তার সরদার।
৩৬. তৈমুর রেজা খোকন। ৩৭. জাহাঙ্গীর আলম। ৩৮. শেখ সেলিম। ৩৯. আওয়ামী লীগের শফিকুল ইসলাম। ৪০. আওয়ামী লীগের নজরুল ইসলাম ঢালী।
৪১. আওয়ামী লীগের আবদুল মতিন। ৪২. আওয়ামী লীগের বিদ্রোহী আউয়ুব আনসার মিন্টু। ৪৩. আওয়ামী লীগ সমর্থিত শরিফুল ইসলাম ভূঁইয়া। ৪৪. আওয়ামী লীগ সমর্থিত মো. শফিকুল ইসলাম শফিক। ৪৫. জয়নাল আবেদীন।
৪৬. আ’লীগের বিদ্রোহী জাহিদুল ইসলাম মোল্লা। ৪৭. আওয়ামী লীগ সমর্থিত মোতালেব মিয়া। ৪৮. বিএনপির আকবর আলী। ৪৯. আনিসুর রহমান নাঈম ৫০. ডিএম শামীম।
৫১. মো. শরিফুর রহমান। ৫২. আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর ফরিদ আহমেদ। ৫৩. আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর নাসির উদ্দিন। ৫৪. আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ।
সংরক্ষিত : ১৮ নম্বর (৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড) কমলা রানী মুক্তা জয় পেয়েছেন।