Logo
Logo
×

প্রথম পাতা

চলতি বছর যারা হজের নিবন্ধন করতে পারবেন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চলতি বছর যারা হজের নিবন্ধন করতে পারবেন

ফাইল ফটো

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৬ হাজার ৭৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ লাখ ৫২ হাজার ২৯২ ক্রমিক পর্যন্ত প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। আর যারা নিবন্ধন করবেন তারাই হজে যেতে পারবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ‘সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্য থেকে ১৬ হাজার ৭৩ ক্রমিক পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। অপর দিকে ২০১৮ সালে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্য থেকে ৩ লাখ ৫২ হাজার ২৯২ ক্রমিক পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

নির্ধারিত ক্রমিকের মধ্যে যারা নিবন্ধন করবেন না তাদের পরবর্তী কার্যক্রম জাতীয় হজ এবং ওমরাহ নীতির অনুচ্ছেদ ৩.১.৯ অনুযায়ী নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। হজ-ওমরাহ নীতির ৩.১.৯ অনুচ্ছেদে বলা হয়েছে, হজযাত্রীদের তালিকার মধ্যে যারা ঘোষিত সময়ে নিবন্ধনে ব্যর্থ হবেন তাদের প্রাক-নিবন্ধন পরবর্তী এক বছর পর্যন্ত বলবৎ থাকবে। হজ প্যাকেজ ঘোষণার পর নিবন্ধন শুরু হবে।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন ও অবশিষ্ট এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। প্রাক-নিবন্ধন সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, গত বছর সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ২০৩ ক্রমিক পর্যন্ত ব্যক্তিরা হজে গেছেন। বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৫ ক্রমিক পর্যন্ত ব্যক্তিরা নিবন্ধন করে হজে গেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম