আশিকের লাকি সেভেন

তারা ঝিলমিল প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আগামীকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আশিক চৌধুরী অভিনীত ও জয় সরকার পরিচালিত ছবি ‘ইন্দুবালা’। এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আশিক। আশিক মূলত নাটকেই অভিনয় করেন বেশি। এর আগে তার অভিনীত ছয়টি ছবি মুক্তি পেয়েছে। ‘ইন্দুবালা’য় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এতে আমার সহশিল্পী যারা ছিলেন প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আশা করি সবার ভালো লাগবে।’ এদিকে এ অভিনেতা বর্তমানে কক্সবাজারে একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এসএ টিভিতে প্রচারচলতি আহসানুল হাসান পরিচালিত ‘তুমি আছো তাই’ ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন আশিক চৌধুরী। পাশাপাশি মঞ্চেও নিয়মিত তিনি। মহাকাল নাট্যসম্প্রদায়ের ৩৬ বছর পূর্তিতে ‘নকশী কাঁথার মাঠ’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিতও হয়েছেন। প