Logo
Logo
×

তারাঝিলমিল

ভালোবাসা মানে কী?

Icon

হাসান সাইদুল

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভালোবাসা মানে কী?

মাহিয়া মাহি, শাফিন আহমেদ ও পপি

অনেকেই বলেন ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। প্রেম হতে পারে প্রেমিকার সঙ্গে, প্রকৃতির সঙ্গে, কিংবা স্রষ্টার সঙ্গে। তবে ভালোবাসা দিবসটি যেহেতু প্রেমিক-প্রেমিকাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে, তাই ভালোবাসার সংজ্ঞা এ সময়ের তারকাদের কাছে কেমন সেটাই তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।

* ববিতা, অভিনেত্রী

ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। ভালোবাসা মানে দূরে থেকেও কাছে থাকার অনুভব করা। আমার আত্মীয়স্বজনের মধ্যে বেশিরভাগ মানুষ দেশের বাইরে থাকে। আমার ছেলেও দেশের বাইরে থাকে। আমি বুঝি ভালোবাসা কী? তবে ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা বাবা-মা, ভাই-বোনের জন্য। ভালোবাসা প্রতিবেশীর জন্যও। সব রকম ভালোবাসায় থাকতে হয় বিশ্বাস ও সম্মান। আর ভালোবাসা একদিনের জন্য নয়। বছরের প্রতিটি দিনের জন্য ভালোবাসা থাকা দরকার।

* সাদিকা পারভীন পপি, চিত্রনায়িকা

ভালোবাসা মানে কমিটমেন্ট। একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা। কখনও প্রিয় মানুষটির প্রতি অশুভ আচরণ না করা। ক্ষতি না চাওয়া। সুখে-দুঃখে সব সময় পাশে থাকা। সুখ-দুঃখ ভাগ করে নেয়ার নামই ভালোবাসা। এ ভালোবাসা কালের মতো পরিবর্তন হবে না। সব সময় একই থাকবে। তবে এ ভালোবাসা শুধু ভালোবাসা দিবসের জন্য নয়। এ দিন উপলক্ষেও নয়। সারা জীবনের জন্য। সুখে-দুঃখে সব সময় ভালোবাসা। মায়া দেখানো। কখনও বা আদর দেখানো আবার শাসনও করা।

* চঞ্চল চৌধুরী, অভিনেতা

আমার কাছে ভালোবাসা মানেই আমার বাবা-মা। পরে আমার সন্তান। বাবা মায়ের জন্যই আমার এ পৃথিবী দেখা। আমার জনপ্রিয়তা, খ্যাতি, যশ সবই বাবা মায়ের জন্য। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আমার সন্তানও আমার আরেক ভালোবাসা। এ ভালোবাসা সর্বদাই আমাকে মুগ্ধ করে। আমার সুখ আমার দুঃখ সবই তারা।

* রিয়াজ, চিত্রনায়ক

ভালোবাসা মনের একটি অনুভূতি। এ অনুভূতিটাও কেউ দেখতে পায় না, অনুভব করে বুঝে নিতে হয়। এ ভালোবাসা শুধু মানুষে মানুষে নয়। সব জীব ও জড়ের প্রতিও হতে পারে। ভালোবাসা হবে নিখুঁত। যেখানে থাকবে সম্মানবোধ। কোনো প্রতারণা থাকবে না। আমি মনে করি, ভালোবাসা একদিনের জন্য নয়। একদিনে দেখানোর মতো ভালোবাসা বলতে কিছু নেই। প্রতিনিয়ত ভালোবাসতে হয়। ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়।

* সালমা, সঙ্গীতশিল্পী

শ্রদ্ধা ও সম্মানবোধের নামই ভালোবাসা। মুখে মুখে বুলি আওড়িয়ে বলা যায় ভালোবাসি, ভালোবাসি। কিন্তু তা ঠিক তখনই প্রমাণিত হবে যখন সম্পর্কের মাঝে কমিটমেন্ট ঠিক থাকবে। কেউ কাউকে ছেড়ে যাবে না। মরে যাওয়া ভিন্ন কথা। কিন্তু সুখে-দুঃখে সব সময় পাশে থাকার নাম ভালোবাসা। সব সময় সহানুভূতি দেখানো। আবার নিজের ভালোবাসাও ভালোবেসে আদায় করার মানেই প্রকৃত ভালোবাসা।

* বাপ্পি চৌধুরী, চিত্রনায়ক

মানুষের অনেক গুণের মধ্যে ভালোবাসাও একটি। যা নিজেই নিজের ভেতর লালন করতে হয় এবং ভালোবাসার মানুষের কাছে তা প্রকাশ করতে হয়। মানুষ শুধু বয়সেই বাঁচে না, মানুষ মূলত ভালোবাসায় বেঁচে থাকে। আর এ ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। এ অনুভব করার অনুভূতি অনেকের থাকে না। যার ফলে সৃষ্টি হয় প্রতিহিংসা ও অহংবোধের। ভালোবাসায় বাঁচুক প্রতিটি প্রাণ।

* শাফিন আহমেদ, সঙ্গীতশিল্পী

ভালোবাসা মানে মানুষের সঙ্গে মানুষের আবেদনময় একটি সম্পর্ক। এ সম্পর্কে দোষ-ত্রুটি উপেক্ষা করে ভালো দিকটিই প্রকাশ ঘটবে। মন্দ দিকগুলো আড়ালে রেখে এবং এক সময় সংশোধন করার চেষ্টা থাকবে। ভালোবাসা মানে সম্মান দেখানো। খারাপ কিছু না বলা, না ভাবা। একে অপরের প্রতি সম্মানবোধ যে শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। প্রতিবেশীর সঙ্গেও ভালোবাসা হতে পারে। ভক্তদের সঙ্গে তারকাদেরও ভালোবাসা হতে পারে। তবে থাকতে হবে শ্রদ্ধাবোধ।

* মাহি, চিত্রনায়িকা

ভালোবাসা অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনই বেঁচে থাকলেও ভালোবাসা ছাড়া মানুষ শান্তিতে থাকতে পারে না। তাই বেঁচে থাকার জন্য মানুষের ভালোবাসা খুব দরকার হয়। মানুষের জীবনে একজন দরকার যাকে ভালোবাসতে হয় এবং তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছা থাকে। তবে এ ভালোবাসায় থাকতে হয় শ্রদ্ধা ও সম্মানবোধ। সম্মানবোধ ও শ্রদ্ধা না থাকলে মুখে মুখে ভালোবাসা দিয়ে কাউকে সুখ দেয়া যায় না।

* বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা

ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। যাতে থাকে দায়বদ্ধতা। একজন আরেকজনকে সম্মান দেখান। সুখে-দুঃখে পাশে থাকা। খারাপটাকে পেছনে ফেলে ভালোকে গ্রহণ করা। মানুষ ভুল করেই সে ভুলগুলোকে বড় করে না দেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাও ভালোবাসার আরেক নাম। আর ভালোবাসা মানে একদিনের জন্য অনেক কিছু করা নয় বরং প্রতিদিন কোনো একজনকে মনে করাও ভালোবাসা। আর ভালোবাসা বিভিন্ন রকম হয়। বাবা মায়ের প্রতি এক রকম, বন্ধুদের জন্য আরেক রকম। আমার নিজের একান্ত প্রিয় মানুষটির জন্য আরেক রকম। তবে এতে অবশ্যই সম্মান থাকতেই হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম