শুটিং স্পট
অনুষ্ঠানের ভিন্নতা নিয়ে আসছে নতুন চ্যানেল!
তারা ঝিলমিল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০১:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
‘বাঙ্গি টেলিভিশন’ নামে একটি ধারাবাহিক নাটকের দৃশ্যে আবুল হায়াত ও মামুনুর রশীদ
মাঘের কুয়াশাচ্ছন্ন সকাল পেরিয়ে সবে রোদ উঁকি দিচ্ছিল। এ সময়ই গন্তব্যে হাজির। উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে তখন লোকজনের বেশ সমাগম।
বাড়ির ভেতরে ঢুকতেই উচ্চস্বরে কথা বলার শব্দ কানে আসে। অভিনেতা মামুনুর রশীদ ও আবুল হায়াত সেই শব্দের উৎসস্থল। তারা খুব পরিপাটি কিন্তু বেশ চঞ্চল।
মামুনুর রশীদ একনাগাড়ে কথা বলে যাচ্ছেন। অন্যদিকে আবুল হায়াত ধীরস্থির শ্রোতা। একটু পর পর মাথা নেড়ে কথায় সাড়া দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেল, আবুল হায়াতের অর্থায়নে একটি নতুন টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আসছে। সেই টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মামুনুর রশীদ। টেলিভিশনটির অনুষ্ঠান পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় বিষয় সম্পর্কে অবগত করছেন লগ্নীকারীকে।
আবুল হায়াত সব কিছুর সম্মতি না দিলেও খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন মামুনুর রশীদের দিকে। ওদিকে মামুনুর রশীদ কথা বলার ফাঁকে ফাঁকে বেশ উচ্ছ্বসিত হয়ে উঠছেন।
কখনও হাতে তালি দিচ্ছেন, আবার অনুষ্ঠান পরিকল্পনা বলতে গিয়ে উচ্চস্বরে হেসে উঠছেন। এক পর্যায়ে সেখানে এ চ্যানেলের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা জেনির আগমন ঘটে।
থেমে যায় দীর্ঘ সময়ের কথোপকথন। এতক্ষণ চলছিল ‘বাঙ্গি টেলিভিশন’ নামে একটি ধারাবাহিক নাটকের দৃশ্যধারণ। নাটকের পরিচালক কচি খন্দকার পাশের কক্ষ থেকে বেরিয়ে আসেন হাসিখুশি মুখে। তিনি দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অভিনয়শিল্পীদের ধন্যবাদ জানান।
পরবর্তী দৃশ্যধারণের আগে বিরতিতে গ্রিনরুমে চলে যান সবাই। খানিক বিরতি পেয়ে আড্ডায় মেতে ওঠেন তারা। নাটকটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এ ধরনের গল্পে দ্বিতীয়বার অভিনয় করলেও এ নাটকের গল্প একেবারেই নতুন। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি প্রচারে আসার পর নাটকটি নিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাবে।’
পাশ থেকে মামুনুর রশীদ বলেন, ‘এ ধরনের গল্পে এই প্রথম অভিনয় করছি। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। দর্শক বিনোদনের জন্য যাবতীয় রসদ এখানে আছে।’
আড্ডায় ছেদ পড়ে পরিচালকের ডাকে। পরবর্তী দৃশ্যধারণের জন্য সবাই চলে যান ক্যামেরার সামনে। আড্ডা আর দৃশ্যধারণের মধ্যেই সন্ধ্যা নেমে আসে।
নাটকটি সম্পর্কে পরিচালক কচি খন্দকার বলেন, ‘বিনোদনধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি করছি। এটির গল্পও আমার তৈরি করা। এ নাটকের মাধ্যমে দর্শকদের জন্য নতুন কিছু বিষয় তুলে ধরার প্রয়াস চালাচ্ছি।
টিভি চ্যানেলের প্রচলিত অনুষ্ঠানগুলোর মতোই ভিন্নধর্মী সব আইডিয়ার বহিঃপ্রকাশ এ নাটকে দেখা যাবে। এ নাটকের অভিনয়শিল্পীরাও চরিত্রগুলোর জন্য উপযোগী।’ শিগগিরই এ নাটকটি নাগরিক টেলিভিশনে প্রচার হবে।