Logo
Logo
×

তারাঝিলমিল

অবশেষে মুক্তি পাচ্ছে নায়ক

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত ১২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল বাপ্পি-অধরা অভিনীত ছবি ‘নায়ক’-এর। কিন্তু মেঘকন্যা নামে একটি ছবির প্রযোজকের মামলার কারণে ছবিটি সে সময় মুক্তি পায়নি। সব জটিলতা কাটিয়ে অবশেষে ছবিটি আগামীকাল দেশব্যাপী মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। তিনি জানিয়েছেন ১৯ অক্টোবর দেশের ৮০টিরও বেশি সিনেমাহলে ছবিটি মুক্তি দেয়া হবে। এবারের তারিখ আর পরিবর্তন করা হবে না। প্রসঙ্গত একই নামের একটি ছবিতে প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনয় করেছিলেন। তাই ছবিটি নিয়ে বেশ চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন এর নায়ক বাপ্পি চৌধুরী। তিনি বলেন, ‘ছবির নামের সঙ্গে দর্শক আগে থেকেই পরিচিত। সুতরাং এটা আমার জন্য চ্যালেঞ্জের একটি কাজ ছিল। চেষ্টা করেছি নিজের শতভাগ দিয়ে কাজ করার জন্য। আশা করি দর্শকদের পছন্দ হবে।’ অন্যদিকে এ ছবির মাধ্যমে সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে অধরা খানের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম