সাত শহীদের মাজারে দু’জেলার স্বজনদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
হাবিব সরোয়ার আজাদ ও প্রান্ত সাহা বিভাস
প্রকাশ: ২৭ মার্চ ২০১৮, ০২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
’৭১-এর স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবিজরিত নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুরে পাক-সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত লেংগুরার ফুলবাড়িয়ায় শায়িত সাত শহীদের মাজারে স্বাধীনতা দিবসে সুনামগঞ্জের তাহিরপুর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা সম্মিলিতভাবে বীর শহীদগণের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।’
ভারত-বাংলাদেশের জিরো লাইন ঘেঁষা মেঘালয় পাহাড় আর গণেশ্বরী সীমান্ত নদীর পশ্চিম তীরে সারিসারি সবুজ গাছের ছায়ায় সোমবার দুপুর ১২টার দিকে যুগান্তরের তাহিরপুরের স্টাফ রিপোর্টার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক হাবিব সরোয়ার আজাদ ও কলমাকান্দা প্রতিনিধি প্রান্ত সাহা বিভাসের উদ্যোগে স্বজনরা সম্মিলিতভাবে বীর শহীদগণের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সব বীর শহীদগণের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করেন।’
পরবর্তীকালে ’৭১-এ আত্মত্যাগী দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদগণের ত্যাগের আলোকে সাত শহীদের মাজার প্রাঙ্গণে স্বজরা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার শপথ গ্রহণ করেন।’
এ সময় সুনামগঞ্জের তাহিরপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা. মিলাদুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছয়ফুল আলম বাবুল, স্বজন ও সাংবাদিক রাহাদ হাসান মুন্না, স্বজন আনাম রেমা, তারেক আল মামুন, হৃদয় আহমেদ, হানিফ, যুগান্তর স্বজন সমাবেশ কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি প্রভাষক প্রণয় কুমার তালুকদার, সহ-সভাপতি জিএম শামসুর রহমান, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মামুন, স্বজন প্রভাষক সুমন, এমদাদুল, ডা. অলক সিংহ তালুকদার, রাজন সাহা উপস্থিত ছিলেন।’ এ ছাড়াও একই সময় স্বজনদের সঙ্গে একাত্বতা পোষণ করে বীর শহীদগণের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শপথ গ্রহণ করেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উওরগাঁও কান্দিয়া একতা সমাজকল্যাণ সংঘের সদস্যরা।