
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম
আয়োজন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
মুসলিম কালেকশনে পাঞ্জাবি
তরুণদের জন্য মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের এক্সক্লুসিভ পাঞ্জাবি। আকর্ষণীয় এসব পাঞ্জাবি তৈরিতে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি কাপড়। মোবাইল: ০১৭৯২-৪৫২২২২।
যাত্রা শুরু বাজারনাও-এর
সম্প্রতি চালু হয়েছে ই-গ্রোসারি প্ল্যাটফর্ম বাজারনাও। প্রতিষ্ঠানটির সিইও আনুশা বলেন, ‘করোনার কঠিন পরিস্থিতির এ ঘটনাগুলো দেখে কী করে সমাধান পাওয়া সম্ভব তা ভাবতে ভাবতেই মাথায় এলো বাজারনাও-এর ধারণা। লাভ নয়, বরং বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল লক্ষ্য।’ বাজারনাও.কম-এ রয়েছে সব ধরনের উন্নতমানের পণ্য। যার ওপরে আছে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। তা ছাড়া কেউ সর্বনিু ২০০ টাকার পণ্য কিনলেই পাচ্ছে ফ্রি ডেলিভারিসহ আরও আকর্ষণীয় অফার। প্রতিষ্ঠানের এমডি স্বপন কুমার দে জানান, আমাদের সেবা দোরগোড়ায় পৌঁছাতে কাজ করে যাচ্ছে টিম বাজারনাও। ইতোমধ্যে এসএসএল, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে পেমেন্টের সুবিধা চালু করেছে বাজারনাও। ব্র্যান্ড ম্যানেজার এএসএম নাসিম জানান, ‘দেশের সম্ভাবনাময় ই-গ্রোসারি খাতে সঠিকভাবে ব্যবসা পরিচালনা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। শিগ্গির গ্রাহকদের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে বাজারনাও অ্যাপের মাধ্যমে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি আমরা।’
ঢাকা রিজেন্সি
ঢাকা রিজেন্সির ১৪ তলায় আছে ২০০-৭০০ জন অতিথি ধারণক্ষমতাসম্পন্ন সেলিব্রেশন হল-যেখানে বিয়ের পুরো আয়োজনটি সম্পন্ন করা হয়। থাকছে আন্তর্জাতিক মানের নানা রকমের মুখরোচক খাবারের আয়োজন। ঢাকা রিজেন্সিতে আরও আছে পাঁচটি হল-যেখানে করা যাবে পানচিনি, মেহেদি, হলুদ, বিয়ে, অভ্যর্থনাসহ নানা রকমের অনুষ্ঠানের আয়োজন আর পছন্দ অনুযায়ী সাজিয়ে নেওয়া যাবে হলগুলো। বিস্তারিত জানতে ০১৭১৩৩৩২৫৮৯।
অ্যার্টিজানে নতুন কালেকশন
ফ্যাশন ব্র্যান্ড অ্যার্টিজান এনেছে এ সময়ের আবহাওয়া উপযোগী নতুন কালেকশন। কালারফুল ডিজাইনের এ কালেকশনে আছে শার্ট, পলো শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য। পাইকারি ও খুচরা কেনা যাবে। ক্রেতাদের জন্য অ্যার্টিজানের আছে বেশ কয়েকটি শোরুম। ঠিকানা : ৮১/৮২, (দ্বিতীয় তলা); ৩/৩২ (তৃতীয় তলা); ৬৯ (নিচতলা) ও ১১৭/১১৭এ (দ্বিতীয় তলা) আজিজ সুপার মার্কেট শাহবাগ; শম্পা মার্কেট, রিং রোড, আদাবর; টাইন হল রোড, হবিগঞ্জ; সদর রোড টাঙ্গাইল ও লালনের শহর কুষ্টিয়া।
শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী
ক্রেয়নম্যাগের উদ্যোগে ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দু’সপ্তাহব্যাপী অনলাইন আলোকচিত্র প্রদর্শনী ‘নিউ নরমাল থ্রু মাই আইজ’। দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী ঢাকার ইএমকে সেন্টারে এ অনলাইন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।