Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

মানব অঙ্গ ক্রয়-বিক্রয় প্রসঙ্গে

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মানব অঙ্গ ক্রয়-বিক্রয় প্রসঙ্গে

আব্দুর রহমান

বাঁশখালী, চট্টগ্রাম

প্রশ্ন: মানব অঙ্গ ক্রয়-বিক্রয় করার অনুমতি ইসলামে আছে কি?

উত্তর : শরিয়তে মানব অঙ্গ ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ-হারাম। বেচাকেনা বৈধ হওয়ার জন্য বস্তুর মালিকানা স্বত্বের অধিকারী হওয়া অপরিহার্য। অথচ ইসলামি শরিয়ত মতে মানুষ তার দেহের মালিক নয় বরং এটি আল্লাহর পবিত্র আমানত। আল্লাহতায়ালা মানুষকে এগুলো নিজে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। কোনো ধরনের পরিবর্তন বা ক্রয়-বিক্রয় করার ক্ষমতা কাউকে দেননি।

আর মালিকানাবহির্ভূত বস্তু ক্রয়-বিক্রয় ও দান করা হারাম। তা ছাড়া মানুষ ‘আশরাফুল মাখলুকাত’। সৃষ্টির সবচেয়ে সম্মানিত সৃষ্টি। তাই তার অঙ্গ-প্রত্যঙ্গও অত্যন্ত সম্মানিত বস্তু। আর আল্লাহর দেওয়া সম্মানিত কোনো বস্তুকে অসম্মান করা নিষিদ্ধ। কাজেই সাধারণ পণ্য সামগ্রীর মতো মানব অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয় করা হারাম। সুতরাং মানুষের কোনো অঙ্গ-প্রতঙ্গ তথা হাত-পা, চক্ষু, হাড়-চর্বি, চুল ইত্যাদি ক্রয়-বিক্রয় বা দান করা সম্পূর্ণরূপে নাজায়েজ ও হারাম।

তথ্যসূত্র : সূরা বনি ইসরাইল ৭০নং আয়াত, ফতোয়ায়ে আলমগিরি ৫/৩৫৪, ফতোয়ায়ে শামি ৫/৫৮, ফতোয়ায়ে কাসেমিয়া ২/৬২৮, ফতোয়ায়ে মাহমুদিয়া ১৮/৩৩৭, কিতাবুন নাওয়াজেল ১৬/১৯৬

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম