
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ এএম

আশরাফুল আলম পিনটু
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
* আপনি একটা পার্টিতে চমৎকার এক তরুণী দেখলেন। এগিয়ে গেলেন তার কাছে এবং বললেন, আমি খুব বড়লোক। আমাকে বিয়ে করো!’
-এটা হল, সরাসরি বিপণন।
* একদল বন্ধুর সঙ্গে আপনি একটা পার্টিতে আছেন। সেখানে এক চমৎকার তরুণী দেখলেন। আপনার এক বন্ধু এগিয়ে গেলেন তরুণীর কাছে। আপনাকে দেখিয়ে বললেন, ‘তিনি খুব বড়লোক। তাকে বিয়ে করুন।’
-এটা হল, বিজ্ঞাপন বা প্রচারণা।
* পার্টিতে চমৎকার তরুণী দেখে আপনি এগিয়ে গেলেন। তার ফোন নম্বর নিলেন। পরদিন তাকে ফোনে বললেন, ‘হাই, আমি খুব বড়লোক। আমাকে বিয়ে করুন!’
-এটা হল, ফৌনিক বিপণন।
* চমৎকার এক তরুণীর দেখা পেলেন পার্টিতে। আপনি উঠে দাঁড়িয়ে আপনার টাই ঠিকঠাক করলেন। হেঁটে গেলেন সোজা তার দিকে। তার গ্লাসে পানীয় ঢেলে দিলেন। তার জন্য গাড়ির দরজা খুলে ধরলেন। তুলে দিলেন তার পড়ে যাওয়া হাত ব্যাগ। গাড়িতে চড়তে আহ্বান জানালেন। তারপর বললেন, ‘কথা হল, আমি খুব বড়লোক। আপনি কি আমাকে বিয়ে করবেন?’
-এটা হল, জনসংযোগ।
* আপনি এক পার্টিতে এক চমৎকার তরুণী দেখলেন। তরুণী আপনার দিকে এগিয়ে এসে বললেন, ‘আপনি খুব বড়লোক। আমাকে বিয়ে করবেন!’
-এটা হল, কোম্পানির ব্র্যান্ডের স্বীকৃতি।
* পার্টিতে এক চমৎকার তরুণীর দিকে এগিয়ে গেলেন আপনি। কাছে গিয়ে বললেন, ‘আমি খুব বড়লোক। আমাকে বিয়ে করুন!’ তরুণী আপনার গালে জোরে একটা চড় মারলেন।
-এটা হল, ক্রেতার প্রতিক্রিয়া।
* চমৎকার এক তরুণী দেখলেন পার্টিতে। তার কাছে গিয়ে বললেন, আমি খুব বড়লোক। আমাকে বিয়ে করুন!’ তখনই তরুণী তার স্বামীর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিলেন।
-এটা হল, চাহিদা এবং সরবরাহের ভিন্নতা।
* পার্টিতে এক চমৎকার তরুণী দেখে আপনি এগিয়ে গেলেন। তাকে আপনি কিছু বলার আগেই অন্য একজন এসে তাকে বললেন, ‘আমি খুব বড়লোক। আমাকে বিয়ে করবেন?’ তরুণী তার সঙ্গে চলে গেলেন।
-এটা হল, আপনার বাজার দখলের প্রতিযোগিতা।
* আপনি পার্টিতে চমৎকার এক তরুণী দেখলেন। এগিয়ে গেলেন তার কাছে। ‘আমি খুব বড়লোক। আমাকে বিয়ে করুন!’ কথাটা আপনি তাকে বলার আগেই আপনার বউ এসে হাজির।
-এটা হল, নতুন বাজারে ঢোকার প্রতিবন্ধকতা।