Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

কুষ্টিয়া-৪: আ’লীগের মনোনয়ন চান কিবরিয়া পরিবারের সেলিম

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া-৪: আ’লীগের মনোনয়ন চান কিবরিয়া পরিবারের সেলিম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ গোলাম কিবরিয়া।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বাধীনতার পর সংসদ নির্বাচনগুলোতে এ পরিবারের সদস্যরা মনোনয়ন পেয়ে আসছেন। সর্বশেষ ২০০৮ সালে কিবরিয়া পরিবারের পুত্রবধূ মিসেস সুলতানা তরুণ দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।

কুমারখালীর ঐতিহ্যবাহী এ পরিবার থেকে এবার মনোনয়ন চাইছেন তরুণ প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। শহীদ গোলাম কিবরিয়ার মেজ ছেলে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন কিরণের ছেলে তিনি। ১৯৭৬ সালে সেনাবাহিনী তাকে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে। পরে অসুস্থ অবস্থায় তিনি মারা যান।

মাতা মমতাজ বেগম কুমারখালী মহিলা পরিষদের সভাপতি। কিবরিয়া পরিবারের ঐতিহ্য ধরে রাখতেই তিনি মাঠে নেমেছেন বলে দাবি করেন তরুণ প্রার্থী সেলিম আলতাফ। ইতিমধ্যে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার প্রচারণা করছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

কিবরিয়া পরিবারের ঐতিহ্য ফিরিয়ে আনতে মাঠে নেমেছেন দাবি করে সেলিম আলতাফ জর্জ বলেন, সমালোচনা করতে চাই না। তবে কিবরিয়া পরিবারের ঐতিহ্য ও সুনাম ফিরিয়ে আনতে চাই। কিবরিয়া পরিবারকে এ অঞ্চলের মানুষ মনেপ্রাণে ভালোবাসে। মানুষের সেই ভালোবাসায় নির্বাচনের মাঠে নামতে হয়েছে।

এ অঞ্চলের মানুষ চাচ্ছেন কিবরিয়া পরিবার থেকে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক। আর জননেত্রী শেখ হাসিনাও মেধাবী তরুণদের দেশ সেবায় এগিয়ে আসতে বলেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম