Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

ময়মনসিংহ-৭: ত্রিশালে রুহুল আমিন মাদানীর গণসংযোগ

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ-৭: ত্রিশালে রুহুল আমিন মাদানীর গণসংযোগ

ত্রিশালে শুক্রবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী রুহুল আমিন মাদানী ভোটারের সঙ্গে মতবিনিময় করেছেন। ছবি: যুগান্তর

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় কমিটির সদস্য রুহুল আমিন মাদানী পৌর এলাকাসহ ১২ ইউনিয়নে নেতাকর্মী সাধারন ভোটারের সঙ্গে মতবিনিময় করেছেন।

মাদানী বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের কোনো বিকল্প নেই।

শুক্রবার বিকালে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর গ্রামে গণসংযোগকালে মাদানী বলেন, ১৯৯৬ সালে এমপি থাকাকালীন সময় এলাকায় ব্যাপক উন্নয়ন করায় উন্নয়নের রূপকার হিসেবে আমাকে এলাকাবাসী উপাধি দিয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতায় নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক সম্পাদক শেখ ছফির উদ্দিন, তাঁতী লীগের সভাপতি শাহাদাত হোসেন, ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম