নরসিংদী-৫: রাজনীতি ও সংস্কৃতির বিভেদ ঘুচাতে চান ড. মাসুদ পথিক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নরসিংদী-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ড. মাসুদ পথিক। ছবি: যুগান্তর
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ড. মাসুদ পথিক। এ লক্ষে তিনি নৌকার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন। ড. মাসুদ পথিক ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে ছিলেন নিবিড়ভাবে যুক্ত।
ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এবং সম্পাদক। কেন্দ্রীয় ছাত্রলীগের নিয়মিত প্রকাশনা ‘মাতৃভূমি’র সম্পাদনা করেছেন আট বছর। কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি দিয়ে শুরু করে আওয়ামী লীগের নিয়মিত কাজ করে চলেছেন।
ছিলেন প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও প্রথম পর্যায়ের সহসম্পাদক। বর্তমানে তথ্য ও গবেষণা উপ-কমিটি এবং নির্বাচন সাব-কমিটিতে কাজ করছেন তিনি। ওয়ান ইলেভেনের সময় ‘গণতন্ত্র মুক্তি পাক’ জননেত্রী শেখ হাসিনা নামের বই সম্পাদনার সাথে যুক্ত ছিলেন।
পরে বাংলাদেশ ছাত্রলীগের প্রযোজনায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে নির্মাণ কটেন তথ্যচিত্র ‘আলোর পথের সারথি’। কেন্দ্রীয় আওয়ামী লীগের নিয়মিত প্রকাশনা মাসিক উত্তরণের সহসম্পাদক প্রথম থেকেই। তা ছাড়া আওয়ামী লীগের অনেক প্রকাশনা ও চিন্তাশীল কাজের সাথে নিবিড়ভাবে জড়িত।
লেখক ও চলচ্চিত্র পরিচালক ড. মাসুদ পথিক পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। ২১ গ্রন্থের প্রণেতা পথিক ‘কালি ও কলম HSBC’ ব্যাংক পুরস্কারসহ ১৯টি পদক অর্জন করেছেন। পেয়েছেন ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার হাতে নির্মাণাধীন আছে বেশ কিছু চলচ্চিত্র।
ড. মাসুদ পথিক বলেন, সুযোগ পেলে এলাকার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করব। জাতির পিতার দেশপ্রেমের আদর্শে মানুষ যাতে দেশকে ভালোবাসে, মানুষ যাতে একে অন্যের বিপদে পাশে থাকে সেসব বিষয়ে কাজ করব।