অর্থ সংকটে প্রকল্প
অনিয়ম-দুর্নীতি রোধে গুরুত্ব দিতে হবে
সম্পাদকীয়
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চলমান অর্থ সংকটে শুধু বেসরকারি খাত নয়, সরকারের উন্নয়ন প্রকল্পও বাধাগ্রস্ত হচ্ছে। নানা কারণে সরকারের বেশির ভাগ প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়। সাধারণত মেয়াদ বাড়লে প্রকল্পের খরচও বাড়ে।
তবে এবার অর্থ সংকট প্রবল হওয়ায় সরকারের প্রকল্প ব্যয়ও অনেক বেড়ে যাবে। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছে। এর প্রভাবে আমাদের উন্নয়নের ধারাও ব্যাহত হচ্ছে।
সংকটকালীন প্রকল্পের ক্যাটাগরি ভাগ করায় অনেক প্রকল্পে বরাদ্দ কমানোর কথা রয়েছে। সেই সঙ্গে কৃচ্ছ্রসাধনের কারণেও কিছু প্রকল্প প্রয়োজনমতো বরাদ্দ পাচ্ছে না। জানা যায়, মেগা প্রকল্পগুলোয় বরাদ্দের কোনো সংকট সৃষ্টি হবে না। জনকল্যাণ ও দেশের সার্বিক অর্থনীতির বিষয় বিবেচনায় নিয়ে চলমান ‘বি’ ক্যাটাগরির প্রকল্পেও যেন বরাদ্দের সংকট সৃষ্টি না হয়, সেদিকেও দৃষ্টি দিতে হবে।
সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও নির্ধারিত সময়সীমার মধ্যে অতীতে অনেক উন্নয়ন প্রকল্পই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এক্ষেত্রে কেন কাঙ্ক্ষিত সুফল মিলছে না, তা খতিয়ে দেখা দরকার। দুর্ভাগ্যজনক হলো, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অতীতে নানারকম দুর্নীতির অভিযোগ উঠলেও সেসব কারা কীভাবে ঘটিয়েছিল, তার বিস্তারিত জানা যায়নি। কোনো প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা গেলে অহেতুক ব্যয় যেমন হ্রাস পায়, তেমনই হ্রাস পায় জনদুর্ভোগও।
মনে রাখা দরকার, সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হওয়া সংশ্লিষ্টদের বড় দুর্বলতা। আমাদের মতো সীমিত সম্পদের দেশে সবকিছু খুবই পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি চিন্তা মাথায় রেখে করা দরকার। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। প্রকল্প বাস্তবায়নের গতি বাড়লে তা কেবল দেশের উন্নয়নেই ভূমিকা রাখবে না, ডলার ও মূল্যস্ফীতির সমস্যা মোকাবিলায়ও সহায়ক হবে।
কাজেই সব ধরনের প্রকল্পের ধীরগতি ও সমন্বয়হীনতা দূর করার উদ্যোগ নিতে হবে সরকারকে। দূর করতে হবে অনিয়ম-দুর্নীতি। অনেক ক্ষেত্রে দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্যই প্রকল্পের মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে বাস্তবায়ন ধীরগতিতে করা হয়।
এসব কারসাজি রোধে কোনো প্রকল্প অনুমোদনের আগে যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বাস্তবায়নের ক্ষেত্রে জবাবদিহির বিষয়টি নিশ্চিত করা জরুরি। মোট কথা, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সমস্যা ও জটিলতা রয়েছে, তা দূর করার পদক্ষেপ নিতে হবে অবিলম্বে।