Logo
Logo
×

সম্পাদকীয়

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

এই টিম স্পিরিট ধরে রাখতে হবে

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০২:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় এ দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে টাইগাররা দেশের বাইরে জিম্বাবুয়ে, কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজ জয় পেলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে এটাই প্রথম সিরিজ জয়।

বস্তুত দেশের মাটিতে টাইগারদের বড় বড় সাফল্যের নজির থাকলেও দেশের বাইরে সাফল্য তুলনামূলক কম, বিশেষ করে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে।

ইতঃপূর্বে দেখা গেছে একটি ম্যাচে খুব ভালো খেলে জয় পেলেও টাইগারদের পরবর্তী ম্যাচগুলোয় পরাজিত হতে। সেদিক থেকে বলা যায়, বর্তমান দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়া দলের জন্য আশাব্যঞ্জক পারফরম্যান্স। এ সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যদের অভিনন্দন জানাই আমরা।

টাইগারদের বর্তমান দক্ষিণ আফ্রিকা সফরটি নানা দিক থেকেই ঘটনাবহুল। দলের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রথমে এ সফরে যেতে অনীহা, পরে আবার সেদেশে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া, দেশে তার পরিবারের বেশ কজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া সত্ত্বেও দলের স্বার্থে খেলা চালিয়ে যাওয়া, শেষ ম্যাচে জয়সূচক বাউন্ডারি হাঁকানো-সব মিলে তাকে ধন্যবাদ জানাতে হয়।

তবে এ সিরিজ জয়ের সবচেয়ে বড় কৃতিত্ব নিঃসন্দেহে তাসকিন আহমেদের। বুধবার শেষ ওয়ানডেতে তার নেওয়া পাঁচ উইকেট টাইগারদের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলা যায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই কোনো বাংলাদেশি বোলারের প্রথম পাঁচ উইকেট লাভ। মুশফিকুর রহিম ব্যাট হাতে ভালো করতে না পারলেও উইকেটের পেছনে থেকে শেষ ম্যাচে তিনটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। তামিম ইকবালের অধিনায়কত্ব বিশেষভাবে প্রশংসার দাবিদার।

সব মিলে বলা যায়, টাইগারদের এ সিরিজ জয়ের পেছনে কাজ করেছে দলের জন্য ক্রিকেটারদের আন্তরিকতা ও টিমওয়ার্ক। দলগত সব খেলারই সাফল্য নির্ভর করে টিম স্পিরিটের ওপর। ক্রিকেটেও তা-ই। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-এ তিন ক্ষেত্রে ভালো করতে পারলেই সাফল্য হাতের মুঠোয় ধরা দেয়। সবশেষ ওয়ানডে সিরিজে এ তিনের সমন্বয় লক্ষ করেছি আমরা।

ক্রিকেটে বড় দলের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের জন্য এখন আর অসম্ভব কোনো বিষয় নয়। বাংলাদেশ ক্রিকেট দল ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা দলের বিপক্ষে জয় করায়ত্ত করেছে। তবে সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্সে ক্রিকেটপ্রেমী দেশবাসীর মনে কিছুটা হলেও হতাশা দানা বাঁধতে শুরু করেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগাররা তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হবে, এটাই দেশবাসী আশা করে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম