Logo
Logo
×

সম্পাদকীয়

টিসিবির পণ্য কালোবাজারে

শর্ত ভঙ্গকারীদের কঠোর শাস্তি হওয়া উচিত

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টিসিবির পণ্য কালোবাজারে

ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) পণ্যের ক্রেতা মূলত স্বল্প আয়ের মানুষ। করোনা মহামারিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় ভর্তুকি মূল্যে এসব পণ্য ট্রাকে বিক্রি করে থাকে সংস্থাটি। উদ্বেগের বিষয় হলো, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির তথ্য পাওয়া গেছে। সরকারি গুদাম থেকে টিসিবির পণ্য তুলে সরাসরি খোলাবাজারে বিক্রি করে দিয়েছে কোনো কোনো ডিলার। আবার অনেক ডিলার ক্রেতার কাছে বিক্রি না করে পণ্য গোপনে মজুত করে রাখছে। এছাড়া টিসিবির লাইসেন্স নিয়েও দুর্নীতি হয়েছে। অনেকে লাইসেন্স নিয়েছে জাল রসিদ দিয়ে। অনেক ডিলারের বিরুদ্ধে পণ্য ওজনে কম দেওয়ারও অভিযোগ আছে। টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমে এভাবে অনেক ডিলার অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। টিসিবি কর্তৃপক্ষ অবশ্য ইতোমধ্যে এ ধরনের ৩৭ ডিলারের লাইসেন্স বাতিল করেছে। তবে আমরা মনে করি, যারা গরিবের জন্য ভর্তুকি মূল্যে বরাদ্দ করা পণ্য নিয়ে সরাসরি দুর্নীতি করে, তাদের লাইসেন্স বাতিল করাই যথেষ্ট নয়, আরও কঠোর শাস্তি হওয়া উচিত তাদের। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ ধরনের অসাধু ডিলারদের দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশনে রেফার করার পরামর্শ দিয়েছেন।

বস্তুত টিআইবির ডিলারশিপ প্রদান থেকে শুরু করে পণ্য বিক্রির কার্যক্রম পর্যন্ত প্রতিটি বিষয়ের সুষ্ঠু তদন্ত হলেই বেরিয়ে আসবে সারা দেশে এ পর্যন্ত কতজন ডিলার অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত। টিসিবির ডিলারশিপ প্রদানের ক্ষেত্রে চুক্তিপত্রে কিছু শর্তের উল্লেখ থাকে। যারা এসব শর্ত ভঙ্গ করেছে, তাদের প্রত্যেকেরই কঠোর শাস্তি হওয়া উচিত। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে, বর্তমান করোনাকালেও কিছু অর্থলোভী মানুষ গরিবের জন্য বরাদ্দ করা সরকারি পণ্য হাতিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ এমনটি হওয়ার কথা নয়। কারণ সরকারের ভ্রাম্যমাণ আদালত, মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের সার্বক্ষণিক টিসিবির ডিলারদের কার্যক্রম তদারক করার কথা। এ কাজগুলো সঠিকভাবে পরিচালিত হলে টিসিবির পণ্য বিক্রি নিয়ে অনিয়ম রোধ করা যাবে। তাই আমরা আশা করব, ভবিষ্যতে যাতে আর কেউ এ ধরনের অনিয়ম-দুর্নীতি না করতে পারে, সে ব্যাপারে দায়িত্বপ্রাপ্তরা আরও বেশি তৎপর হবেন। একইসঙ্গে তৈরি করা হবে বিচারের দৃষ্টান্ত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম