
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ১০:২০ পিএম

সম্পাদকীয়
প্রকাশ: ০৭ জুন ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়া, এ সমস্যা বেশ পুরোনো। এর সমাধানে অনেক পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবতা হলো; এখনো কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিপাতে রাজধানীর অনেক এলাকায় আগের মতোই জলাবদ্ধতার সৃষ্টি হয়। কয়েকদিন আগে মাত্র ৩ ঘণ্টার ভারি বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গলি থেকে রাজপথ প্রায় সর্বত্রই হাঁটু থেকে কোমর পানির নিচে তলিয়ে যায়। এতে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়; গণপরিবহণ, ব্যক্তিগত গাড়িগুলোকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে ঘর থেকে বের হয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। রাজধানীতে গত শনিবার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর অনেক এলাকার অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত পানিতে ডুবে যায়। এ কারণে চলাচলে নগরবাসীকে রীতিমতো নাকাল হতে হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও দোকানপাট তলিয়ে যাওয়ার পাশাপাশি নিচু বাড়িঘর কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানি ও ড্রেনের বর্জ্য একাকার হয়ে যাওয়ায় চলাচলের সময় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী।
এ সমস্যা নিরসনে করণীয় নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত প্রদান করে যাচ্ছেন। ঢাকা শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে শতবর্ষেরও বেশি সময় আগে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ স্যার প্যাট্রিক গেডিস ঢাকা শহর ও এর আশপাশের নদী, খাল, জলাধারগুলোা সংস্কার ও সংরক্ষণে গুরুত্ব আরোপের কথা বলেছিলেন। শতবর্ষ পরেও কোনো কোনো বিশেষজ্ঞ ঢাকা শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে স্যার প্যাট্রিক গেডিসের পরিকল্পনাকে গুরুত্ব প্রদানের কথা বলছেন। রাজধানীর চারপাশে রয়েছে কয়েকটি নদী। ঢাকা শহর ও এর আশপাশে জালের মতো যেসব নদী, খাল, জলাধার রয়েছে সেগুলো সংস্কার ও সংরক্ষণে গুরুত্ব প্রদান করা হলে বৃষ্টির পানি খাল দিয়ে নদীতে গিয়ে পড়বে। জানা গেছে, ঢাকায় খালের সংখ্যা অর্ধশতেরও বেশি; যার বেশকটির অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। এখনো যেগুলো সচল এবং যেগুলোকে সচল করা সম্ভব; সেগুলোর সংস্কার ও সংরক্ষণে যথাযথ গুরুত্ব প্রদান করা হলে রাজধানীর জলাবদ্ধতা অনেকটাই কমবে, এটি আশা করা করা যায়। এ ছাড়া রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে অনুযায়ী রাজধানী ও এর আশপাশের জলাধারগুলো সংরক্ষণ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বস্তুত রাজধানীর জলাবদ্ধতা সমস্যা প্রকট আকার ধারণ করার প্রধান কারণ বিভিন্ন সংস্থার সমন্বয়ের অভাব। কাজেই সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়ায় অনিশ্চয়তা থেকেই যাবে, যা বলাই বাহুল্য।