Logo
Logo
×

ওয়ানডে বিশ্বকাপ

জামালদের জালে সাত গোল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাত গোল হজম করল বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধেই চারটি। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল। পেনালটি মিস না হলে ব্যবধান আরও বাড়ত। ফুটবলে বাংলাদেশের (১৮৩) পার্থক্যটা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া (২৭)। বৃহস্পতিবার মেলবোর্নের অ্যামি পার্কে অনুষ্ঠিত ম্যাচে জেমি ম্যাকলারেনের হ্যাটট্রিকের সুবাদে স্বাগতিকরা ৭-০ গোলে হারায় বাংলাদেশকে। ৩০ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭-০ গোলে হেরেছিল লাল-সবুজের ফুটবল দল। বাংলাদেশের সবচেয়ে বড় হার অবশ্য ৯-০ গোলে। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরানের কাছে এই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ১৯৭৫ সালে হংকংয়ের কাছে হেরেছিল ৯-১ ব্যবধানে। আর ২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বে ৫-০ গোলে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা।

শারীরিক উচ্চতা, সেটপিস ও স্কিলের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে চাপে ফেলে শুরুতেই। ম্যাচের মাত্র চার মিনিটে তারা এগিয়ে যায়। ক্রেগ গুডউইনের ফ্রিকিকে হ্যারি সাটার লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান (১-০)। সাড়ে ৬ ফুট উচ্চতার ডিফেন্ডারের সঙ্গে সেঁটে থাকা তারিক কাজী কিছুই করতে পারেননি। বাংলাদেশ পুরো অর্ধে তিন থেকে চারবার প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে গেছে। একবার সুযোগ তৈরি করেছিল। রাকিব বক্সে ঢুকে শট নিলেও তা পোস্টের বাইরে চলে যায়। এরপর শুধু অস্ট্রেলিয়ার আধিপত্য। স্কোরলাইন হয় ২-০। সতীর্থের নিচু ক্রসে বোরেল্লো ফাঁকায় পোস্টের সামনে থেকে আলতো প্লেসিং করে জালে বল জড়ান (২-০)। ৩৮ মিনিটে স্বাগতিকরা আরও এগিয়ে যায়। সতীর্থের তুলে দেওয়া বলে দীর্ঘদেহী মিচেল ডিউক হেডে লক্ষ্যভেদ করেন (৩-০)। মিনিটদুয়েক পর আবার গোল। বোরেল্লোর শট পোস্টের নিচে লেগে ফিরে আসে। ফিরতি বলে ডিউক আলতো শটে গোল করেন (৪-০)।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা শাকিল, মোরসালিনদের মাঠে নামালেও ম্যাচের চিত্র বদলায়নি। স্বাগতিক দলের বদলি ফরোয়ার্ড ম্যাকলারেন দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের দেখা পান। ৪৮ মিনিটে অস্ট্রেলিয়া পায় পঞ্চম গোল। ম্যাকলারেন লক্ষ্যভেদ করেন (৫-০)। ৬০ মিনিটে জামাল, রাকিব ও হাসান মুরাদের জায়গায় রবিউল, শাকিল ও রফিকুল বদলি হয়ে মাঠে নামেন। পরে শেখ মোরসালিন। ৭০ মিনিটে স্কোরলাইন ৬-০ করে অস্ট্রেলিয়া। মাসিমো লুংগোর শট গোলকিপার মিতুল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বলে গোল করেন ম্যাকলারেন (৬-০)। ৮৪ মিনিটে মিলারের নিচু ক্রসে ম্যাকলারেনের প্লেসিংয়ে সপ্তম গোল (৭-০) হয়। ম্যাচের শেষ সময়ে পেনালটি পায় অস্ট্রেলিয়া। মাসিমো লুংগোর পেনালটি বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন গোলকিপার মিতুল মারমা। পুরো ম্যাচে অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাথু রায়ানকে পরীক্ষায় ফেলতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে আই-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম