Logo
Logo
×

ওয়ানডে বিশ্বকাপ

বাবর-শাহিনের সিংহাসনে গিল ও সিরাজ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে টানা প্রায় আড়াই বছর শীর্ষে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বুধবার প্রকাশিত র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাবর-যুগের অবসান ঘটিয়ে এই প্রথম সিংহাসনে বসলেন ভারতের তরুণ ওপেনার শুবমান গিল। বোলারদের র‌্যাংকিংয়ে আরেক পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদিকে সিংহাসনচ্যুত করে শীর্ষে ফিরেছেন আরেক ভারতীয় মোহাম্মদ সিরাজ।

বিশ্বকাপের শুরু থেকেই বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন গিল। টুর্নামেন্টের প্রায় শেষভাগে এসে বাবরকে টপকে (৮২৪) গেলেন গিল (৮৩০)। ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষে ওঠা চতুর্থ ভারতীয় তিনি। এর আগে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। সবশেষ র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন কোহলি। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে তার ব্যবধান মাত্র এক পয়েন্ট। আরেক ভারতীয় শ্রেয়াস আয়ার (১৮) এগিয়েছেন ১৭ ধাপ।

এছাড়া পাকিস্তানের ফখর জামান (১১) তিন ধাপ ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (১২) ছয় ধাপ এগিয়েছেন।

বোলারদের র‌্যাংকিংয়ে সিরাজের কাছে সিংহাসন হারিয়ে পাঁচে নেমে গেছেন শাহিন আফ্রিদি। দুই ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ দুই নম্বরে ও ছয় ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা উঠেছেন তিনে। শীর্ষ দশে এখন ভারতের চার বোলার। দুই ধাপ এগিয়ে শীর্ষে ফিরেছেন সিরাজ। এছাড়া কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে চারে, জাসপ্রিত বুমরা তিন ধাপ এগিয়ে আটে ও মোহাম্মদ শামি সাত ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ২০১* রানের অবিশ্বাস্য ইনিংস খেলা অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল দুই ধাপ এগিয়ে উঠেছেন ছয় নম্বরে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম