ফাঁদে পা না দিতে কোটাবিরোধীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় কোটাবিরোধী আন্দোলনের বিষয়ে মন্তব্য করতে চান না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে বর্তমানে কোটাবিরোধী যে আন্দোলন চলছে, তা ষড়যন্ত্রের অংশ কি না, খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি কোটাবিরোধী আন্দোলনকারীদের ফাঁদে পা না দেওয়ারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত এসএসসি-এইচএসসি ২০২৩ ও ২০২৪ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডিআরইউ-এর নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, যে বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন, তা সমাধান না হওয়ার আগেই হঠাৎ করে রাস্তায় নেমে এলাম, রাস্তাঘাট সব ব্লক করে দিলাম, স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন থাকতে পারে-এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না। কারণ, স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে অনেক জায়গায় উসকানি দেয়। ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে এবং কল্যাণ সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ-সদস্য এজেডএম শফিউদ্দিন শামীম। বক্তব্য দেন এসবিএসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুল আজিম। স্বাগত বক্তব্য দেন ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন।