২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতের মহাসমাবেশ
ভোটের আগে নেতাদের মুক্তি দাবি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
তিনি বলেন, ‘অতি অল্প সময়ের মধ্যে মামুনুল হকসহ সব আলেম-ওলামাকে মুক্তি দিতে হবে। অন্যথায় ২৯ ডিসেম্বর সারা দেশ থেকে জনগণ জড়ো হয়ে মহাসমাবেশ করবে। সারা দেশের আলেম-ওলামারা একমত, ভোটের আগেই মামুনুল হককে মুক্তি দিতে হবে। ২০১৩, ২০১৬ ও ২০২১ সালে যত মামলা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।
সাজিদুর রহমান বলেন, ‘দেশের শিক্ষা কার্যক্রম দেখে দেশের মানুষ স্তব্ধ হয়ে গেছে। নতুন নাটক ও তামাশা শুরু হয়ে গেল। শিক্ষার নামে নাচানাচি করা চলবে না। শিক্ষা কার্যক্রম থেকে চরিত্র বিধ্বংসী ও ইসলামি চেতনাবিরোধী বিষয়বলি বাদ দিতে হবে।’
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক বলেন, আলেমদের মুক্তি না দিলে ৭ জানুয়ারি নির্বাচনের আগেই হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচিতে যাবে। দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হকসহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দি রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন, সে ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে।
হেফাজতের অন্য নেতারা বলেন, ‘সরকার বরাবর কথা দিয়েও আলেমদের মুক্তি দেয়নি। উলটো হয়রানি করে যাচ্ছে। বর্তমান সরকার আলেমদের কারাগারে বন্দি করে বাকশাল কায়েম করতে চায়। কিন্তু তাদের এই খায়েশ পূরণ হবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে। দেশের মানুষ ফুঁসে উঠেছে। মামুনুল হকসহ আলেম-ওলামাদের শিগগিরই মুক্তি না দিলে হেফাজতে ইসলাম আবারও জেগে উঠবে।’
মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর ইদরিস, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা বশীরুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।
খেলাফত ছাত্র মজলিসের সমাবেশ : মাওলানা মামুনুল হকসহ সব কারাবন্দির মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আল আবিদ শাকির প্রমুখ বক্তব্য দেন।