ইবির নতুন ট্রেজারার ড. আলমগীর
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া এ পদে নিয়োগ পেয়েছেন। দীর্ঘ ৮ মাস ১৪ দিন পর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান।
এ বিষয়ে নবনিযুক্ত ট্রেজারার আলমগীর হোসেন ভুঁইয়া যুগান্তরকে বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। প্রজ্ঞাপনের কপি হাতে পেয়েছি। আগামীকাল (বৃহস্পতিবার) যোগ দেব।’
অধ্যাপক ড. আলমগীর হোসেন এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু পরিষদের সদস্য। গত বছরের ২২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে মেয়াদ পূর্ণ করেন আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা।