
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম
ইবির নতুন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম

ইবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আবদুস সালাম। আগামী ৪ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। ভিসি পদ শূন্য হওয়ার ৩৯ দিন পর নতুন ভিসি নিয়োগ দেয়া হল। মঙ্গলবার রাষ্ট্রপ?তির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এ সংক্রান্ত আদেশ ই-মেইলে পেয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ। ড. আবদুস সালাম যুগান্তরকে বলেন, আমি বিজ্ঞপ্তির কপি পেয়েছি। আগামীকাল (আজ বুধাবার) যোগদান ও রোববার থেকে অফিস করব।
২১ আগস্ট ভিসি ও ট্রেজারারের মেয়াদ পূর্ণ হয়। এরপর থেকে পদ দুটি শূন্য ছিল। ট্রেজারার পদে নতুন কাউকে এখনও নিয়োগ দেয়া হয়নি।
ড. আবদুস সালাম ১৯৫৫ সালে বাগেরহাট জেলার রামপালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ৮ম স্থান অধিকার করেন। ১৯৭২ সালে এইচএসসি পাস করেন। তিনি ১৯৭৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতার ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।