Logo
Logo
×

নগর-মহানগর

সাটুরিয়ায় স্কুলের মাঠ পরিষ্কার করে অসুস্থ শতাধিক ছাত্রী

প্রতিবাদে বিক্ষোভ প্রধান শিক্ষক অবরুদ্ধ

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সাটুরিয়ায় স্কুলের খেলার মাঠ পরিষ্কার করতে গিয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সাটুরিয়া সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বেশিরভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রী। চাপের মুখে ছাত্রীদের দিয়ে খেলার মাঠে ঘাস কাটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্কুল ও কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানকে তার কক্ষে তালাবদ্ধ করে রাখেন তারা। বুধবার সকালে উপজেলার দরগ্রাম উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ পুরো এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক হাসপাতাল সূত্র জানান, উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুধবার সকালে নিয়মিত পিটি বন্ধ রেখে শিক্ষার্থীদের খেলার মাঠে ঘাস ও আবর্জনা পরিষ্কারের নির্দেশ দেন। এতে শিক্ষর্থীরা আপত্তি জানালে পেটানোর হুমকি দিয়ে পরিষ্কার কাজে বাধ্য করা হয়েছে। এ সময় রোদের প্রচণ্ড তাপে কয়েকজন ছাত্রী পালানোর চেষ্টা করলে তাদের শাস্তি দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। এর পর পরই পর্যায়ক্রমে দেড় শতাধিক মেয়ে শিক্ষার্থী অচেতন হয়ে মাঠে ঢলে পড়েন। অবস্থা বেগতিক দেখে অন্য শিক্ষকরা স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার ব্যবস্থা করেন। অসুস্থ ছাত্রীদের মধ্যে ষষ্ঠ শ্রেণির মারিয়া, সুমাইয়া, আপমেনা, সোহানা, শান্তার, সপ্তম শ্রেণির তায়েবা, জলি, জেসমিন, আরিফা, ৮ম শ্রেণির বৃষ্টি, নবম শ্রেণির অন্তরা, সাদিয়া, শিলা, মীম, লীমা, তানিয়া, সাথীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিন সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালে অভিভাবক ও উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন নির্দেশের তীব্র নিন্দা জানান অভিভাবকরা। এ ঘটনায় নির্দেশদাতা প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবি জানান তারা। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ, আবাসিক অফিসার ডা. স্বপন কুমার সুর বলেন, আহতের নির্দিষ্ট সংখ্যা এ মূহূর্তে বলা মুশকিল। শিক্ষার্থীরা শরীরে পানি ঘাটতি ও হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা দেন। বিছানায়, ওয়ার্ডে জায়গা না হলে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আ. মজিদ ফটো, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আফাজউদ্দিন, দরগ্রাম বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএমসি সভাপতি নবীনুর বক্স গোলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, প্রচণ্ড রোদের তাপে ছাত্রীদের দিয়ে মাঠ পরিষ্কার করানো সিদ্ধান্ত সঠিক ছিল না। এ ঘটনার তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান মিঞা বলেন, এ ঘটনায় অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়। পর্যাপ্ত ফোর্স মোতায়েন ও ন্যায়বিচারের আশ্বাস দিয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম