তাজরীন ট্র্যাজেডি: ছয় বছরেও দোষীদের বিচার হয়নি
১০৪ জনের মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র ৭ জন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
হাসিব বিন শহিদ
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![তাজরীন ট্র্যাজেডি: ছয় বছরেও দোষীদের বিচার হয়নি](https://cdn.jugantor.com/assets/news_photos/2018/11/24/image-114836-1543032568.jpg)
সাড়ে তিন বছর আগে চার্জ (অভিযোগ) গঠন করা হলেও অদ্যাবধি শেষ হয়নি তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের প্রাণহানির মামলার বিচার।
আদালতে সাক্ষী হাজির না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আসামিপক্ষের লোকজনের হুমকি ও আর্থিক প্রলোভনের কারণে সাক্ষীরা আদালতে হাজির হচ্ছেন না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। চার্জ গঠনের পর থেকে এ দীর্ঘ সময়ে ১০৪ সাক্ষীর মধ্যে মাত্র ৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
আর ৭ জনের মধ্যে ২ জনই মালিকের অনুকূলে সাক্ষ্য দিয়েছেন। বিদ্যমান পরিস্থিতিতে দায়ীদের বিচার হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মালিকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অনেক শ্রমিকই অনীহা প্রকাশ করেছে। পুলিশ আদালতে সাক্ষী হাজির করতে পারছে না। তবে সাক্ষ্য গ্রহণ ত্বরান্বিত করতে রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।