ডিএনসিসি কাউন্সিলর নির্বাচন ২০২০
২৫ নম্বর ওয়ার্ড: পরিকল্পিত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার প্রত্যয়
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মো. মাহবুবুর রহমান ভূঁইয়া
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![২৫ নম্বর ওয়ার্ড: পরিকল্পিত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার প্রত্যয়](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/12/18/image-256749-1576639787.jpg)
ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২৫ নম্বর ওয়ার্ডকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন হিসেবে গড়তে চান সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। পাশাপাশি শতভাগ নাগরিক সেবা প্রদানের অঙ্গীকার করছেন তারা।
পরিকল্পিত, প্রশস্ত রাস্তা নির্মাণ, যানজটমুক্ত স্বচ্ছ ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। বৃক্ষ রোপণ করে গ্রিন জোন করার অঙ্গীকারও করচ্ছেন অনেক সম্ভাব্য প্রার্থী। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে ওয়ার্ডটিতে মডেল হিসেবে গড়তে চান তারা।
এছাড়াও ওয়ার্ডটিতে স্থায়ী বাজার স্থাপন, কমিউনিটি সেন্টার নির্মাণ, খেলার মাঠ ও পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা।
ডিএনসিসির ২৫ নম্বর ওয়ার্ডটি (মহাখালী অঞ্চল-৩) আঞ্চলিক কার্যালয়ের অন্তর্ভুক্ত। এ ওয়ার্ডটি সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড ছিল। এটি তেজগাঁও শিল্পাঞ্চল (আংশিক) ও তেজগাঁও থানা (আংশিক) অন্তর্ভুক্ত।
প্রায় ২ বর্গকিলোমিটার আয়তনের ওয়ার্ডটিতে হোল্ডিং রয়েছে প্রায় দেড় হাজার। ঘনবসতিপূর্ণ এ ওয়ার্ডে প্রায় ৭৮ হাজার ভোটার হলেও এখানে দুই লক্ষাধিক মানুষের বসবাস।
ওয়ার্ডের পূর্বে মেট্রোপলিটন হাসপাতাল, পশ্চিমে বিজয় সরণি প্রধান সড়ক, উত্তরে মহাখালী রেলক্রসিং ও দক্ষিণে আলকাতরা-তেজকুনিপাড়া-নাখালপাড়া সীমানা। যার মধ্যে রয়েছে নাখালপাড়া পূর্ব-পশ্চিম, শাহিনবাগ, আরজতপাড়া, শাহিনবাগ এলাকা।
ডিএনসিসির ২৫ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন- বর্তমান ওয়ার্ড কাউন্সিলর শেখ মজিবুর রহমান, তেজগাঁও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল মঞ্জু, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়েরা আফরিন রুমি, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাদের ও সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল্লাহ সদু।
বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন ও ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজাহিদ।
ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা পূর্ব-পশ্চিম নাখালপাড়া সড়ক, নাখালপাড়া রেলক্রসিং ও লোকাস মোড় সড়কে তীব্র যানজট লেগেই থাকে। এছাড়া নাখালপাড়া, ৬, ৮ ও ১২ নম্বর গলি, আরজতপাড়া, লেচুবাগানসহ ওয়ার্ডের প্রায় ৮০ ভাগ রাস্তা অপরিকল্পিত ও অপ্রশস্ত।
এসব রাস্তায় দুটি রিকশা পাশাপাশি চলাচল করলে বিড়ম্বনাসহ নানা প্রতিবন্ধকতা হয়। এখানে ব্যাটারিচালিত অবৈধ রিকশা ও অটোরিকশার দৌরাত্ম্য রয়েছে। সরু রাস্তায় দ্রুত গতিতে যানবাহন চলাচল করে বলে প্রায়ই এখানে নানা দুর্ঘটনা ঘটে। এছাড়াও রেললাইনের দু’পাশে দীর্ঘদিনের অবৈধ বাজার রয়েছে।
বর্তমান কাউন্সিলর শেখ মজিবুর রহমান টানা ২০ বছর ধরে কাউন্সিলরের দায়িত্বে থাকলেও ওয়ার্ডটিতে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন দৃশ্যমান হয়নি।
ইতিমধ্যে নগর ভবনে কাউন্সিলর বোর্ড সভার টানা ৩টিসহ ৮টি সভায় অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বর্তমান ওয়ার্ড কাউন্সিলর শেখ মুজিবুর রহমান যুগান্তরকে বলেন, ইতিমধ্যে ওয়ার্ডে প্রায় ৯০ ভাগ উন্নয়ন কাজ হয়েছে। অধিকাংশ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠু সংস্কার হয়েছে। পানির সমস্যা সমাধানে নতুন করে তিনটি পাম্প স্থাপন করা হয়েছে।
তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় নগর ভবনে কয়েকটি সভায় উপস্থিত থাকতে পারিনি। তিনি আরও বলেন, নাখালপাড়া ৬-১২ নম্বর গলির রাস্তা প্রশস্তকরণে উদ্যোগ নিলেও বাড়ির মালিকদের জন্য কিছু করা যায়নি।
মশক নিধনে প্রতি বাড়িতে অভিযান চালানোসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখা হয়েছে। এ ওয়ার্ডে মাদক ও চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। আবারও কাউন্সিলর নির্বাচিত হলে আমার এখানকার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।
তেজগাঁও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল মঞ্জু বলেন, দলীয় মনোনয়ন পেয়ে কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারসহ এলাকার সার্বিক উন্নয়ন করব।
এছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ করে পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড গড়ে তুলব। সব প্রকার নাগরিক সেবা ও সুবিধা প্রদানের লক্ষ্যে বাসিন্দাদের নিয়ে পরিকল্পিতভাবে সমন্বয় ভিত্তিক উন্নয়নে কাজ করতে আমি বদ্ধপরিকর।
ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়েরা আফরিন রুমি যুগান্তরকে বলেন, কাউন্সিলর নির্বাচিত হলে প্রথমেই ওয়ার্ডবাসীকে নিয়ে এখানকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নানা অপরাধ মুক্ত করব।
আর পরিকল্পিতভাবে রাস্তাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন সমাজ ও আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন ওয়ার্ড গড়ার লক্ষ্যে কাজ করব। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ নারীদের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করব।
ডিএনসিসির ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল্লাহ সদু যুগান্তরকে বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরু রাস্তাগুলোর উন্নয়নে কাজ শুরু করব।
ওয়ার্ডের অধিবাসী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এখানকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল করার লক্ষ্যে এর পরিকল্পিত উন্নয়ন করব। এলাকাটিতে উন্নত স্যুয়ারেজ ব্যবস্থাপনা গড়ে তুলব।
ওয়ার্ডটির ভাঙা রাস্তা সংস্কার ও মাদক-সন্ত্রাস প্রতিরোধ করে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তুলতে চাই। কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন যুগান্তরকে বলেন, ডিএনসিসির ২৫ নম্বর ওয়ার্ডটি ঘনবসতিপূর্ণ, ঘিঞ্জি ও অপরিকল্পিত।
আমি নির্বাচিত হলে প্রথমেই সিটি কর্পোরেশন, রাজউকসহ সংশ্লিষ্ট দফতর ও বাসিন্দাদের নিয়ে ওয়ার্ডটিতে সমন্বয় ভিত্তিক পরিকল্পিত নগরায়ণ করব।
যুব সমাজকে বাঁচাতে মাদক নির্মূল করব। শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়ন করব। পাশাপাশি দলমত নির্বিশেষে সবাই মিলে আধুনিক পরিচ্ছন্ন সমাজ গড়তে নিরলসভাবে কাজ করব।