কড়াইল বস্তিতে স্পাইস কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ০২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর কড়াইল বস্তি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে জনপ্রিয় রেডিও স্টেশন ৯৬.৪ স্পাইস এফএম ও স্পাইস কেয়ারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ৯৬.৪ স্পাইস এফএম ও স্পাইস কেয়ারের সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা দেন। এ সময় বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। দেয়া হয় গাইনি, চর্ম, হৃদরোগ, পানিবাহিত বিভিন্ন রোগ, শিশুদের ঠাণ্ডা ও ডায়রিয়াসহ নানা রোগের চিকিৎসাসেবা। এসব রোগের প্রাথমিক চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি গুরুতরদের বাছাই করে বিনা মূল্যে চিকিৎসা ও অপারেশনের জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ সময় ৯৬.৪ স্পাইস এফএম ও স্পাইস কেয়ার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।