অনিয়ম দুর্নীতির অভিযোগ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছাত্র-জনতার ‘গণঅভ্যুত্থানে’ পতন হয় আওয়ামী লীগ সরকারের। এবার ছাত্র-জনতা অর্থ কেলেঙ্কারি, রাজনৈতিক প্রভাব খাটানো, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের পদত্যাগ দাবি জানিয়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : কুড়িগ্রামের চিলমারীতে শরীফেরহাট এমইউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্যে, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তবে প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে পদত্যাগ করব এবং যে শাস্তি হবে তা মাথা পেতে নেব। ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের পদত্যাগ ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আন্দোলনকারীরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. হাবিবুল ইসলাম খান শহিদ, পৌর কৃষকদলের সম্পাদক কাজীয়েল হাজাত শাহী মুনশী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান সোহেল। পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খান ও তার দোসরদের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী কলেজের সম্মুখ সড়কে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে আ. কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন অভিভাবক আনোয়ার হোসেন, মো. ইসমাইল, মাছুম বিল্লাহ। বক্তারা প্রধান শিক্ষক আলমগীর হোসেন খানের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে ৫ কোটি টাকার ওপরে আত্মসাৎ করা অভিযোগ এনেছেন। বগুড়ার নন্দীগ্রামে নিমাইদীঘি আদর্শ কলেজের অধ্যক্ষ ওসমান গণির বিরুদ্ধে কর্মচারী নিয়োগের নামে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার পদত্যাগ, শাস্তি এবং ওই নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন। দাবি পূরণে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন।