প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি
সিলেট সাইবার ট্রাইব্যুনালে ৫ জনের বিরুদ্ধে মামলা
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটূক্তি করার অভিযোগে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ৫ জনকে আসামি করে এই মামলাটি করেন ছাতক উপজেলা আওয়ামী ওলামা লীগের সদস্য সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গৌরনগর গ্রামের তহুর আলীর ছেলে মো. আবুল বাশার। সিলেটের সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক (জেলা ও দায়রা জজ) শাহাদাৎ হোসেন প্রামাণিক মামলাটি আমলে নিয়ে ২০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সুনামগঞ্জ জেলার সিআইডির বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন-সিলেটের বালাগঞ্জ উপজেলার আলাপুরের আব্দুল্লাহ মিয়ার ছেলে, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মার্জান মিয়া, বিয়ানীবাজার উপজেলার খশির পুন্্নাগাঁওয়ের ফুশির আলীর ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ নুরুল হক, ঢাকার মোহাম্মদপুর জোহরী মহল্লার ৪২/৪, এ বাবর রোডের বাসিন্দা মো. ওসমান গনির মেয়ে, মোহাম্মদপুর মহিলা দলের নেত্রী, এলবি, অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিবেদক ফারিয়া আকতার সুমি, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চকবিরাম গ্রামের দবির মিয়ার ছেলে, মঈনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ নিশাত ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কাবিলপুরের মো. ছানাওর আলীর ছেলে উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা মো. আনছার আলী।